রূপাঞ্জনা মিত্র এদিন দাদাগিরি ১০ এ খেলতে এসেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদিন তিনি খেলার ফাঁকে নিজের কেরিয়ারের বিষয়ে একাধিক অজানা কথা তুলে ধরেন। জানান কেন তিনি এই পেশাটাকে 🔯বেছে নিয়েছিলেন।
দাদাগিরি ১০ এর মঞ্চে রূপাঞ্জনা
এদিন রূপাঞ্জনা মিত্র দাদাগিরি ১০ এ খেলতে এসে সৌরভকে জানান কেন তিনি এই পেশাটাকে বেছে নিয়েছিলেন। সেই বিষয়ে তিনি জানান তাঁর মায়ের জন্য তাঁর এই পেশায় আসা। এই বিষয়ে অনুরাগের ছোঁয়ার দীপার শাশুড়ি বলেন, 'মায়ের কাছেই আমার অভিনয়ের হাতেখড়ি। বাংলা বিষয়টা নিয়ে, বাংলা ভাষাটা নিয়ে তিনি এত বেশি পড়াশোনা করেছেন যে তাঁর ইচ্ছে হয়েছিল যে আমাকে দিয়ে বাংলা স📖িনেমা এবং রবীন্দ্রনাথ পড়াবেন। আত্মপ্রকাশ করি তারপর, সেই প্রথম কাজের নাম ছিল বিউটি পার্লার।'
আরও পড়ুন: কিশোরের গানেই বাজিমাত! ইন্ডিয়ান আইডলে দীপনের গান শুনে শ্রেয়া বললেন, '⛎এ যে টপ ১০...'
সেই শু🍷নে স⛎ৌরভ গঙ্গোপাধ্যায় এরপর বলেন, 'ও অনেক আইকনিক চরিত্রে অভিনয় করেছে। বিউটি পার্লার দিয়ে শুরু।'
এরপর দেবলীনা দত্ত তাঁদের কথার মাঝে বলে ওঠেন, 'আমি না রূপাঞ্জনাকে বিউটি পার্লারের আগে একটি অ্যাংকারিংয়ের অনুষ্ঠানে দেখেছিলাম। আমার মনে আছে তখন তুই খুব রোগা, তরুণী। আমার মনে আছে আꦰমি আমার মাকে ডেকে বলেছিলাম ঐশ্বর্য রাইয়ের মতো দেখতে একেবারে।' এরপর গর্বিত হওয়ার মতো একটা লুক দেন রূপাঞ্জনা।
আরও পড়ুন: 'একটিতে সাবধানী আমি, আরেকটিতে 🍷উচ্ছ্বসিত', উত্তমের পাশে ফাঁকা🌜 সুচিত্রার আসন, স্মৃতি হাতড়ে কী লিখলেন জিনাত?
এদিন তিনি তাঁর ছ🌊েলেকে নিয়ে খেলতে এসেছিলেন দাদাগিরি ১০। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ও কথায় কথায় একাধিকবার তা🌠ঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের কথা বলেন। একবার দাদা বলেন, 'আমি যখন শুনি না যে আড়াই বছর বয়স, দশ বছর বয়স তখন মনে হয় আমি কবেকার লোক। সানা হয়ে গেল ২১!' এছাড়াও তিনি তাঁর মেয়ের বিষয়েও কথা বলেন।