রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার চলতি বছরেই সন্তান সুখ পেয়েছেন। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের কোল আলো করে এসেছে তাঁদের ছেলে ডুগ্গু। এদিন ছেলের বয়স সাড়ে তিন মাস পে꧅রোতে না পেরোতেই তাকে কোলে নিয়ে কাজ๊ে ফিরলেন অভিনেত্রী।
কী ঘটেছে?
রূপসা চট্টোপাধ্যায় এদিন সোশ্যাল﷽ মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরে। সেখানে দেখা যাচ্ছে মেকআপ রুমে মেকআপ করছেন তিনি। তার ফাঁকেই ছেলেকে কোলে নিয়ে বিভিন্ন পোজে ছবি তুলেছেন। মিরর সেলফি তুলতে দেখা গিয়েছে এদিন তাঁকে। এদিন এই ছবিগুলো পোস্ট করে রূপসা লেখেন, 'আমি ফিরে এসেছি, আমার ছোট্ট সোনার সঙ্গে। আন্দাজ করো তো কী হচ্ছে?'
জানা গিয়েছে একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে 🐲রূপসা চট্টোপাধ্যায়কে। সেটারই শ্যুটিং হয়েছে। আর এই সিরিজের শ্যুটিংয়ে তিনি ছেলেকে সঙ্গে নিয়েই আসবেন। শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে ছেলেকে সামলাবেন। জানা গিয়েছে ছেলেকে নিয়েই নাকি রূপসা এই সিরিজের লুক টেস্টে গিয়েছিলেন। আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফেরার আনন্দ যেমন রয়েছে, সেটা আরও বেড়েছে ছেলেকে নিয়ে কাজে ফিরতে পেরে।
জানা গিয়েছে রূপসার মা তাঁর সঙ্গে থাকবেন শ্যুটিংয়ে। অভিনে🃏ত্রী যখন শ্যুটিং করবেন তখন তিনিই এই একরত্তিকে সামলাবেন। রূপসা এবং সায়নদীপের ছেলে ডুগ্গুর মাত্র সাড়ে তিন মাস বয়স। অভিনেত্রী তাকে এখনও স্তন্যপান করান। তাই সন্তানকে সঙ্গে নিয়েই তিনি শ্যুটিংয়ে আসবেন।
আরও পড়ুন: খুদেদের জন্য গানের নতুন🦄 রিয়েলিটি শো আনছে জি, জিতলে🐬ই প্লেব্যাক সহ একাধিক সুযোগ! কোথায় কবে অডিশন?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রূপসা চট্টোপাধ্যায়কে দর𝓡্শকরা শেষবার দেখেছেন বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে। বিনোদিনীর বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির প্রচার থেকে মুক্তির সময় সন্তানকে গর্ভে নিয়েই সমস্ত জায়গায় গিয়েছিলেন।