শনিবার থেকেই শুরু হচ্ছে সারেগামাপা-র মূল পর্ব। অডিশন রাউন্ডে চুলচেরা বিশ্লেষণের পর ভারতের সেরা ১৬জন প্রতিযোগিকে বেছে নিয়েছেন শংকর মহাদেবন, বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়ারা। জিটিভির এই ঐতিহ্যশালী সিঙ্গিং রিয়ালিটি শো-এর মূল পর্বে এবার বা🐭ংলার জয়জয়কার। সেরা ১৬-য় জায়গা করে নিয়েছꦅেন বাংলা সারেগামাপা-র পরিচিত মুখেরা। রয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন্যা চক্রবর্তী, কিঞ্জল চট্টোপাধ্যায়রা।
২০১০ সালে বাংলা সারেগামাপা-তে অংশ নিয়েছিলেন কিঞ্জল। এরপর বাংলা গানের দুনিয়ায় যথেষ্ট পরিচিতি♏ও পেয়েছিলেন। কিন্তু করোনার জেরে কাজ হারিয়ে ﷽কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি, নতুন স্বপ্ন সাজিয়ে একবার ফের রিয়ালিটি শো-এর মঞ্চে নেমেছন কিঞ্জল। তাঁর সুরেলা আওয়াজ মন ছুঁয়েছে কাশ্মীর থেকে কন্যা কুমারীর। কিন্তু শো-এর গ্র্যান্ড প্রিমিয়ারে যে কিঞ্জল বদলে যাবে তা কে জানত? না, এই শিল্পীর গানের গলা বদলায়নি, কিন্তু তাঁর লুক পালটে গেছে। তাও আবার আদিত্য নারায়নের দৌলতে।
শখ করে রাখা দাড়ি-গোঁফ নিমেষে উড়ে গেল, কিঞ্জল যে বেজায় অস্বস্তিতে তা বেশ স্পষ্ট চোখে মুখে কিন্তু দিদিমার কথায় ‘খুব ভালো লাগছে’। বিচারকরাও থ নতুন কি𒐪ঞ্জলকে দেখে।
২০১৯ সালে বাংলা সারেগামাপা-য় দ্বিতীয় স্থান দখল করেছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। একই সিজনের প্রতিযোগী ছিলেন অনন্যা চক্রবর্তী, তাঁরাও এবার জাতীয় মঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরতে চলেছেন। ‘দ্য ভয়েস ইন🍌্ডিয়া কিডস’ খ্যাত আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায়-ও আছেন সারেগামাপা টপ ১৬-তে। 🐼এছাড়া আরও এক বাঙালি গায়ক দীপায়ন বন্দ্যোপাধ্যায়ও রয়েছে সেরা ১৬-তে।
গানের জমাটি আসরের পাশাপাশি মনোরঞ্জনের সব রসদ মজুত থাকছে💯 গ্র্যান্ড প্রিমিয়ারে। চলতি সিজনে বাংলাতেই সারাগামাপা-র ট্রফি আসবে, বিশ্বাস অনেকেরই।&🧸nbsp;