বলিউড তারকাদের মধ্যে খুব কম মানুষই রাজনীতি নিয়ে খোলাখুলি কথা বলেন। তবে সম্প্রতি সইফ আলি খানকে দেখা গেল, প্রশংসায় ভরালেন 𝔍তিনি রাহুল গান্ধীকে। বলে রাখা ভালো, এর আগে একবার করিনা কাপুর খানকে বলতে শোনা গিয়েছিল, তিনি সুযোগ পেলে ডেট করতে চা♕ন রাহুলকে।
ইন্ডিয়া টুডে-র এনক্লেভ চলাকালীন রাহুল গান্ধী প্রসঙ্গে সইফকে বলতে শোনা গেল, তিনি স෴াহসী রাজনীতিবিদ পছন্দ ক🌳রেন। এমন কাওকে পছন্দ করেন যে সৎ।
‘আমার সাহসী রাজনীতিবিদ পছন্দ। আমার সৎ রাজনীতিবিদ পছন্দ।’, 💦বলতে শোনা যায় নবাব-পুত্রকে। এরপর সঞ্চালক যখন তাঁকে প্রধানমন্ত্রী মোদী, রাহুল গান্ধী, কেজরিওয়ালের মধ্যে থেকে একজন সাহসী মানুষকে বেছে নিতে বলা হয় যে ভবিষ্যতে ভারতকে ভবিষ্যতে উন্নতির পথে আরও নিয়ে যাবে, তখন সইফ নেন রাহুলের নাম।
‘এরা সহসেই খুব সাহসী রাজনীতিবিদ। আমার মনে হয়🍌, রাহুল গান্ধী যা করেছে, তা খুবই প্রশংসাযোগ্য। একটা সময়ে ওঁকে যেভাবে অসম্মান করা হয়েছিল, তারপরেও যেভাবে পরিস্থিতির মোড় ঘুরিয়েছে, পরিশ্রম করে, তা…’
আরও পড়ুন: ‘এবার বন্ধ হোক’! ঐশ্বর্যর🧸 সঙ্গে দুর্ব্যবহার অমিতাভের, ভিডিয়ো ছড়াতেই রাগলেন সিমি
এই ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘পাপ্পু সাচমুচ পাশ হো গ্যয়া ইস বার (এই বার পাপ্পু পাশ করে গিয়েছে।)।’ দ্বিতীয়জন লেখেন,🌠 ‘অনেক ভেবে উত্তর দিল। সইফ বরাবরই খুব সৎ নিজে🐈র বক্তব্যে। দোগলাবাজি করে না আর সবার মতো’।
আরও পড়ুন: কনসার্টের ম൩াঝে মহিলা ফ্যানকে গলা ধরে ধা♌ক্কা! মাথানত করে ক্ষমা চাইলেন অরিজিৎ
করিনর পুরনো মন্তব্য:
সইফ রাহুল গান্ধীর প্রশংসা করতেই, ভাইরাল হল করি🌌নার বলা কিছু পুরনো কথা। ২০১২ সালে একটি সাক্ষাৎকারে সিমি গরেওয়ালকে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি জানি এটা খুব বড় বিতর্ক হবে। তবে সুযোগ পেলেই আমি রাহুল গান্ধির সঙ্গে কথা বলতে চাই। ওঁকে জানতে চাই। আমার পরিবার সিনেমা জগতের, ওঁর রাজনীতির। হতে পারে আমাদের মধ্যে যা কথা হবে, তা খুবই আকর্ষণীয় হবে।’
কাজের সূত্রে, শোনা যাচ্ছে ‘অ্🍌যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার নতুন ছবিতে এক সঙ্গে অভিনয় করবেন সইফ-করিনা। ‘স্পিরিট’-এ দেখা যাবে তৈমুর-জেহর মাম্মা-পাপাকে। খবর, এই ছবিতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে সইফ ও বেবোর কাছে। নায়ক হবেন প্রভাস।🌊