১৭তম দিনে তৃতীয় রবিবারে বক্স অফিসে দুর্দান্ত ফল করল রাজকুমার হিরানির ডাঙ্কি। সামান্য এগিয়ে প্রশান্ত নীলের সালার। বহুদিন পর দুই ছবির বেশ কড়া টক্কর প্রত্যক্ষ হল বক্স অফিসে। Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, ডাঙ্কি ব্যবসা করল ৪.২৫ কোটির। অ▨ন্য দিকে সালার ঘরে তুলল ৫.৭৫ কোটি।
ডাঙ্কি-র বক্স অফিস কালেকশন:
সপ্তাহান্ত বিশেষ ছিল ডাঙ্কি-র। শনিবারে আয়ের নিরিখে নিয়েছিল প্রায় ৬০ শতাংশ লাফ। 🐼ঘরে তুলেছিল ৩.৬ কোটি। আর রবিতে তা আরও বেড়ে হল ৪.♋২৫ কোটি।
প্রভাসের সাল🌞ারের সঙ্গে ডাঙ্কি-র এই প্রতিযোগিতা খুবই একটা প্রভাব ফেলতে পারেনি ব্যবসায়। কারণ দুটো ছবিই দর্শক ও সমালোচকদের কাছ থেকে একইভাবে মিশ্র প্রতিক্রি🌄য়া পেয়েছে। তবে শনির তুলনায়, রবিবারে সেরকম ব্যবসা বাড়ল না সালারের। ৫.৪৫ কোটি ছিল শনিতে আর রবিবারে তা বেড়ে হল ৫.৭৫ কোটি।
হিরানির ৩ ইডিয়টস ২০০৯ সালে রে♐কর্ড ভেঙেছিল ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে। ডাঙ্কির ক্ষেত্রে রাজু হিরানি আর শাহরুখের টিমআপ খেল জমাতে পারল না আগের 🐻মতো। আপাতত এই সিনেমার মোট কালেকশন ২১৬.৫৭ কোটি।
আরও পড়ুন: ‘সবসময় নিজের জন্মদিন ভুলে যেত’! ইরফান♕ের পুরনো ছবি দি🍰লেন বাবিল, চোখ ভিজল নেটপাড়ার
সালার-এর বক্স অফিস কালেকশন:
সালার ভারতীয়🔴 বক্স অফিসে একটি শালীন সপ্তাহ পার করেছে। ১৭ দিনে পৌঁছে গিয়েছে ৪০০ কোটির কাছাকাছি। শুধু তাই নয়, সালার শীর্ষ ১০ ভারতীয় নেট গ্রাসারের তালিকায় প্রবেশ করেছে।
গতকাল সিনেমাটি বেশ ভালো অঙ্কের সাক্ষী থেকেছে। এবং ৫.৩০ কোটি নেট আয় করতে সক্ষম হয়েছে। এটি দঙ্গলের আজীবন সংগ্রহকে (৩৮৭.৩৯ কোটি) ছাড়িয়ে গ🦄িয়েছে। যা ভারতীয় বক্𓆉স অফিসে সালারকে সাহায্য করেছে শীর্ষ ১০টি ভারতীয় নেট উপার্জনকারীদের তালিকায় প্রবেশ করতে।
আরও পড়ুন: ‘২টো স্ক্রিপ্ট শে✤ষ করেছি, একটা চলছে’, এক দশক পর সিনেমায় ফিরছেন জাভেদ! কটাক্ষ টিম💖 অ্যানিম্যালের
শুধু তাই নয়, এটি তালিকায় প্রবেশ করা প্🐭রভাসের তৃতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে সালার। যা সত্যিই একটি প্রশংসনীয়। তার বাহুবলী ২: দ্য কনক্লুশন ১০৩১ কোটি নিয়ে শীর্ষে বসেছে। অন্য দিকে বাহুবলী: দ্য বিগিনিং ৪১৮ কোটি আয় করে রয়েছে চতুর্থ স্থানে।
প্রশান্ত নীল পরিচালিত সালার ২২ ডিসেম্বর মুক্তি পায় এবং বর্তমানে পাঁচটি ভারতীয় ভাষায় (তেলেগু, হিন্দি, তামিল, মালায়লাম এবং কন্নডꦗ়) চলছে। তবে মেরি ক্রিসমাস, ফাইটার-এর মতো সিনেমা এলে দুটি ছবির ব্যবসার অঙ্কেই আস♐বে পার্থক্য।