ডিস্কো ডান্সার এবার নতুন রূপে আসতে চলেছে।𝓰 পর্দায় নয়, মঞ্চে অ💜নুষ্ঠিত হবে এটি। ডিস্কো ড্যান্সার দ্য মিউজিক্যাল লন্ডনে ব্যাপক সাড়া পাওয়ার পর এবার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। ১৪ এপ্রিল মুম্বইয়ে এই শো হবে। সেলিম-সুলেমান এই শো আনতে চলেছেন। তাঁরা এর আগে উমরাও জান ছবিটিকে নতুন রূপ মিউজিক্যাল ভাবে মঞ্চে নিয়ে এসেছিলেন।
এই শোয়ের বিষয়ে সেলিম বলেন, 'আমি ডিস্কোর ভীষণ বড় ভক্ত একজন। আমি বাপ্পি লাহিড়িদার সঙ্গে দেখা করেছিলাম এবং তিনি একটি মিউজিক্যাল করতে ভীষণ ইচ্ছুক ছিলেন। তবে তাঁর স্বাস্থ্যের কারণে তাঁর কিছু বাধ্যবাধকতা ছিল। আর তাছাড়া তিনি অধিকাংশ সময় লস অ্যাঞ্জেলেসেই থাকতেন। এর আগে উমরাও জান করেছিলা🃏ম যখন তখন সেটা ইংল্যান্ড মুম্বই ঘুরে দিল্লি এসেছিল। এরপর থেকেই আমরা ভাবছিলাম নতুন কী করি। তখনই মাথায় এল বাপ্পিদার কাজের কথা। আর আমার মনে হয় সেক্ষেত্রে ডিস্কো ড্যান্সার অন্যতম উল্লেখযোগ্য কাজ ছিল তাঁর। অনেকেই হয়তো জানেন এটা প্রথম ছবি যা ১০০ কোটির গণ্ডি পেরিয়েছিল। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। বিশেষ করে তখনকার জন্য যখন টিকিটের দাম মাত্র ৬৫ টাকা ছিল।'
এরপর তিনি এই কাজের বিষয়ে আরও বলেন, 'এছা🅠ড়া গানগুলোকে দেখুন, আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, ইয়াদ আ রাহা হ্যায়, জিম্মি জিম্মি, ইত্যাদি। কোন ছবিতে একসঙ্গে এতগুলো হিট গান আছে?' সেলিম বাপ্পি লাহিড়ির স্মৃতিচারণ করে বলেন, 'আমি ভীষণ চেয়েছিলাম উনি এই মিউজিক্যালে উপস্থিত থাকুন। কিন্তু সেটা আর এখন সম্ভব নয়। ওঁক🐎ে হারানোর যন্ত্রণা ভীষণই কষ্টদায়ক। এটা আমার স্বপ্ন ছিল যে এই জিনিসটাকে আবার ফিরিয়ে আনব।'
লন্ডনে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটার স্ক্রিপ্ট ভারতের জন্য হিন্দিতে ট্রান্সলেট করা হলেও জানা গিয়েছে সেট থেকে 🌞ড্রেস সব এক রাখা হয়েছে। এছাড়া এই শোয়ের বিষয়ে সেলিম আরও একটি তথ্য দেন। তিনি বলেন, 'আমরা অরিজিন্যাল কম্পোজিশনের একটাও নোট বদলায়নি। তবে দুটো নতুন গান অ্যাড করা হয়েছে। একটি হল পাস আয়ে। আরেকটা জিম্মির উন্নতির শিখরে ওঠা নিয়ে।