বহুদিন পর সিনেমায় ফিরেছেন আꩲমির খানের স্ত্রী কিরণ রাও-এর সিনেমা। মুক্তি পেয়েছে লাপাতা লেডিজ। ২০০১ সালে গ্রামীণ ভারতে সেট করা, লাপাতা লেডিস দুই যুবতী বউ-এর গল্প, যারা ট্রেন জার্নির সময় আলাদা হয়ে যায় এবং যখন পুলিশ অফিসার মনোহর (রবি কিষাণ) নিখোঁজ মামলার তদন্ত করার দায়িত্ব নেয়, তখন ঘটতে থাকে একের পর এক ঘটনা! ২০২৩ সালের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার সময় ছবিটি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল।
এবার লাপাতা লেডিজের প্রশংসা করতে দেখা গেল খোদ সলমন খানকে। কিরণের সিনেমা নিয়ে পোস্ট করার সময় দিয়ে ফেললেন ‘ভুল তথ্য🌄’। নিজের এক্স হ্যান্ডেলে সলমন লেখেন, ‘এইমাত্র কিরণ রাওয়ের লাপাতা লেডিস দেখলাম। ওয়াহ ওয়াহ (ওয়াও) কিরণ। আমি সত্যিই এটি উপভোগ করেছি এবং আমার বাবাও খুব উপভোগ করেছে। পরিচালক হিসেবে অভিষেকের জন্য তোমাকে অভিনন্দন, চমৎকার কাজ। আমার সঙ্গে কবে কাজ করবেন?’
আরও পড়ুন: মৃণাল-বায়োপিক পদাতিক-এর মুক্তি মে মাসে, সংঘর্ষ শিব▨প্রসাদ-নন্দিতার সঙ্গে?
তবে সলমনের কাছ থেকে এই পোস্ট আসতেই কটাক্ষ শুরু করেন নেট-😼নাগরিকরা। এটি সর্বজনবিদিত যে কিরণ ২০১০ সালে ‘ধোবি ঘাট’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। আর সেটাই শুধরে দেয় নেটপাড়া।
কিরণ, যিনি ২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের কাল্ট পিরিয়ড স্পোর্টস ফিল্ম ‘লগন’-এর সেটে সহকারী পরিচালক হিসা꧂বে কাজ শুরু করেছিলেন, নয় বছর পর✃ে ধোবি ঘাট দিয়ে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। ছবিতে প্রতীক বব্বর, মনিকা ডোগরা এবং আমির অভিনয় করেছিলেন। এত বছর আমির খান প্রোডাকশনের সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন কিরণ।
আরও পড়ুন: ভাইরাল ‘জামাল কুদু’ গানে 🧸ববির সঙ্গে নাচ, পাছে গ্লাস পড়ে যায় তাই কী করলেন সাܫনি?
সলমনের টুইটের জবাবে একজন লেখেন, ‘পোস্ট করার আগে একটু চেক করে নিন। আমার তো সন্দেহꦆ আদৌ সলমন সিনেমাটাও দেখেছে কি না!’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘এরা সব পিআর করার জন্য এসব পোস্ট করে। দেখেও না ঠিক লিখছে না ভুল।’
সম্পর্কে আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। ২০২১ সালেই ডিভোর্স হয়ে যায় আমির খানের সঙ্গে। সেই সময় চলছিল ‘লাল সিং চাড্ডা’ সিনেমার কাজ। তবে আলাদা হওয়ার পরেও, 'লাপাতা লꦰে💜ডিস'-এর কাজ একসঙ্গে করেছেন এই প্রাক্তন দম্পতি। আমির ছিলেন এই সিনেমার সহ-প্রযোজক।
আরও পড়ুন: অ্যাকশন বললেন রাজ, শট দিলেন মিঠুন চক্রবর্তী! সুস্থ হতেই শ্যুটিংয়�🍒�ে মহাগুরু
অনেক নেটনাগরিকই প্রশ্ন তুলেছেন, আমির༒ আর সলমন ভালো বন্ধু, তাই কি এমন পোস্ট এল দাবাং খানের কাছ থেকে? ১৯৯৪ সালে রাজকুমার সন্তোষীর কমেডি ⛎ছবি 'আন্দাজ আপনা আপনা'-তে অভিনয় করেছিলেন তাঁরা।