সলমন খানের পাশে বসে থাকা শিশুটিকে পারলেন চিনতে? নেটপাড়ার খুব পরিচিত মুখ কিন্তু এই খুদে। অবশ্য একটু ಌভুল হয়ে গেল, এখন আর মোটেও খুদে নন তিনি। বয়স হয়েছে ৩৪। বিনোদন জগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও, বিনোদন জগতের মানুষগুলোর সঙ্গেই তাঁর নিত্য ওঠাবসা। তাঁর বাড়ির ইদ পার্টিতে ডাক পান বলিউডে শাহরুখ থেকে আমির খানরা। নিশ্চয়ই বুঝে গিয়েছেন এতক্ষণে কার ব্যাপারে কথা হচ্ছে?
খান পরিবারের সদস্য, সলমনের পাশে বসে থাকা এই বাচ্চার ছবিটি অর্পিতা খানের। যাকে দত্তক নিয়েছিলেন সেলিম খান ও হেলেন। ফুটপাথেই জন্ম, সেখানেই মা মরে যায়। রাস্তায় কাঁদতে থাকা এই বাচ𓂃্চাটিকে নিজেদের ঘরে এনে সন্তানস্নেহে মানুষ করেছেন হেলেন আর সেলিম। আর সলমনের তো চোখের মণি অর্পিতা। আর বোনের জন্মদিনেই পুরনো ছবিখানা তিনি শেয়ার করে নিলেন নেটমাধ্যমে-
তবে গ্ল্যামারের দুনিয়া সেভাবে কখোনই আকৃষ্ট করেনি অর্পিতাকে। বরং লন্ডন স্কুল অফ ফ্যাশন থেকে লেখাপড়া করেন। এখন পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। ২০১৪ ไসালে আয়ুশ শর্মাকে বিয়ে করেন অর্পিতা। আয়ুশ তখনও তাংর বলিউড কেরিয়ার শুরু করেননি। তবে এই নিউ কামারকে বিয়ে করতে একবারও ভাবেননি সলমনের বোন। বর্তমানে তাঁদের দুই সন্তান, আয়াত আর আহ𒐪িল।
অর্পিতার জন্ম ফুটপাথে হলেও, বর্তমানে তিনি কোটিপতি। খবর অনুসারে, তাঁর সম্পত্তির মোট মূল্য ২০ মিলিয়ন অর্থাৎ ১৩৪ কোটি। তাঁর থেকে সম্পত্তিতে অনেক পিছিয়েই আছেন আয়ুশ। যার মোট সম্পত্তির পরিমান ১১ মিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকায় ৯১ কোটি। বর্তমানে মুম্বইতে যে বাড়িতে থাকেন অর্পিতা আর আয়ুশ, খবর অনুসারে সꦐেটির দাম ১০ কো𝕴টি।
বিয়ের উপহারে অর্পিতা আর আয়ুশকে রোলস রয়েস ফ্যান্টম উপহার হিসেবে দিয়েছিলেন সলমন। যার দাম ৪ কোটি। এখানেই শেষ নয়, ভাগ্নেকে সলমন দিয়েছিল♚েন BMW 730 L-d M Sport.
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্পিতাকে নিয়ে কথা বলেছিলেন অভিনেতা আয়ুশ। বলেন, ‘আমার স্ত্রী অতিরিক্ত ওজ♏নের জন্য ক্রমাগত ট্রোলড হয়। আসলে অনেকেরই ধারনা, একজন তারকা হওয়ায় তার এতটা মোটা হওয়া উচিত নয়। নির্দিষ্ট ধরনেরই পোশাক পরা উচিত। সঙ্গে ওর গায়ের রং চাপা। তাই যতবারই ওর ছবি সামনে আসে লোকেরা তা নিয়ে কমেন্ট করতে শুরু করে। কোনও মানুষ আভ্যন্তরীন সৌন্দর্য নিয়ে ভাবতে চায় না। তাঁদের কাছে বাইরের সৌন্দর্যটাই আসল। লোকে সুন্দর মানুষ দেখতেই পছন্দ করে।’ যদিও আয়ুশ জানান, অর্পিতা নিজেকে নিয়ে খুশি। কখনোই ভোগেন না হীনমন্যতায়। বরং নিজেকে তারকা হিসেবেও মনে করেন না কখনও। তাঁর সাফ কথা, ‘আমি তারকা হওয়ার মতো কোনও কাজই করিনি।’