𒆙 আগামী ৩০ মার্চ সারা দেশ জুড়ে মুক্তি পাবে ‘সিকান্দার’। সম্প্রতি সলমন খান সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে সিনেমা রিলিজের দিনক্ষণ জানিয়েছেন। এই সিনেমায় দুই দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ভাইজান। সিনেমা মুক্তি ঠিক আগেই সিনেমার গল্প প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল পরিচালক এ আর মুরুগাদোসকে।
✱সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে ‘গজনি’ পরিচালক বলেন, ‘গজনির মতোই এই সিনেমাতেও কিছু চমকপ্রদ সিন রয়েছে। এর মধ্যেও পারিবারিক সম্পর্কের কাহিনী দেখানো হয়েছে। ‘গজনি’ যেমন প্রেমিক প্রেমিকার গল্প ছিল, ‘সিকান্দার’ হতে চলেছে স্বামী স্ত্রীর গল্প। এখনকার দম্পতিরা একে অপরের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন, এখনকার সম্পর্কে মানুষ কোন কোন জিনিস মিস করে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমার মাধ্যমে।’
আরও পড়ুন: 🎀'আমায় ওই চরিত্রে দেখে লোকে...', সুযোগ পেয়েও কোন চরিত্রের জন্য করণকে না বলেছিলেন ঐশ্বর্য?
আরও পড়ুন: 🧸সিকান্দর নিয়ে চড়ছে পারদ! কবে মুক্তি পাচ্ছে সলমনের ছবি? কী আপডেট দিলেন ভাইজান?
𒊎পরিচালক আরও বলেন, ‘গজনিকে প্রথমে মানুষ সাইকো থ্রিলার মনে করেছিল, কিন্তু সিনেমাটি আসলে ছিল আমির এবং আসিনের প্রেমের গল্প নিয়ে তৈরি। ঠিক একইভাবে ‘সিকান্দার’ সিনেমাতেও প্রেমের ছোঁয়া দেখতে পাবেন আপনি, যা সকলের মন ছুঁয়ে যাবে।’
🐲প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গজনি’-র গল্প ছিল একেবারে অন্যরকম। পরিচালক এ আর মুরুগাদোস তামিল এবং হিন্দি দুটি সিনেমাই পরিচালনা করেছিলেন। এই সিনেমায় আমির খান অভিনয় করেছিলেন সঞ্জয় সিংহানিয়া নামের এক কোটিপতি ব্যবসায়ীর চরিত্রে।
আরও পড়ুন: ꧅হায়দরাবাদে বসবে মিস ওয়ার্ল্ডের আসর! কত কোটি বরাদ্দ করল তেলেঙ্গানা সরকার?
আরও পড়ুন: ⛎বলিউডকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকদের কাছে কাতর আবেদন জাভেদ জাফরির! কী বললেন?
🐻আসিন ওরফে কল্পনার কাছে নিজের পরিচয় তিনি গোপন রেখেছিলেন, দুর্ভাগ্যবশত প্রেমিকাকে নিজের প্রেমের কথা বলার আগেই সবকিছু শেষ হয়ে যায়। নিজের স্মৃতি ভুলে যাওয়ার পরেও কীভাবে প্রেমিকার হত্যাকারীদের শেষ করে সঞ্জয়, সেটাই দেখানো হয়েছিল সিনেমায়। টানটান উত্তেজনা এবং দমবন্ধ সাসপেন্স-এ ভরা এই সিনেমা মুক্তি পেয়েছিল ২০০৮ সালের ২৫ ডিসেম্বর।
🍸উল্লেখ্য, সিনেমায় সলমন ছাড়া অভিনয় করেছেন কাজল আগরওয়াল, রশ্মিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশি, প্রতীক বব্বর সহ আরও অনেকে। শ্যুটিং চলেছে ৯০ দিন ধরে মুম্বই এবং হায়দরাবাদে। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, যার সঙ্গে সলমন সর্বশেষ কাজ করেছিলেন ‘কিক’ সিনেমায়।