ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সব থেকে বেশি প্রভাব পড়েছে বিনোদন জগতে। পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের ভবিষ্যতে বলিউডে কাজ করা রীতিমতো অনিশ্চিত হয়ে গেল। তবে এই উত্তেজনার আবহে বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের মন্তব্য ব্যাপারটিকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যায়।
পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মাওরা হোকেন। অপারেশন সিঁদুর চলাকালীন তিনি X হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, ‘পাকিস্তানের ওপর ভারতের কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই.. নিরীহ বেসামরিক নাগরিকরা প্রাণ হারিয়েছেন.. আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন.. বিবেক জয় করুক.. ইয়া আল্লাহ হো ইয়া হাফিজো।’
আরও পড়ুন: 'আমার ভাই আমাকে...', জম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন আছেন সময় রায়নার বাবা?
মাাওরা যে পোস্ট করেছেন সেটি পোস্ট করে শনিবার ‘সনম তেরি কসম’ তারকা হর্ষবর্ধন রানে লিখেছেন, ‘আজ যে পরিস্থিতিতে আমরা সকলে দাঁড়িয়েছি, সেই পরিস্থিতিতে আমাদের দেশের সম্পর্কে করা কিছু মন্তব্য পড়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে যদি পূর্ববর্তী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে পুনরায় অভিনয় করার কোনও সম্ভাবনা থাকে, তাহলে আমি সনম তেরি কসম পার্ট ২ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাচ্ছি।’
হর্ষবর্ধনের এই পোষ্টের কমেন্ট বক্সে বহু মানুষ অভিনেতাকে সমর্থন জানিয়েছেন। তবে এবার অভিনেতার সমর্থনে এগিয়ে এলেন ‘সনম তেরি কসম’ ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপ্রু। হর্ষবর্ধনের মন্তব্যের সমর্থন জানিয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি বিশেষ বিবৃতিতে ২ পরিচালক নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
রাধিকা এবং বিনয় জানিয়েছেন, বিগত কয়েক দশক ধরে সীমান্ত সন্ত্রাসবাদের কারণে নিরীহ ভারতীয়দের জীবন নষ্ট হচ্ছে। আরও বেশি হতাশার বিষয় হল, ভারতে যে সমস্ত পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন তাদের এই পরিস্থিতিতে নীরব থাকা অথবা ভারতের প্রতি খারাপ বিবৃতি প্রকাশ করা। ভারতের তরফ থেকে যে ভালোবাসা সম্মান এবং সুযোগ তারা পেয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য দেখে আমরা ভীষণ হতাশ।
পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ভারতে কাজ করার বিষয় নিয়ে পরিচালকদ্বয় বলেছেন, ‘আমরা ভারত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। ভারতীয় কোনও প্লাটফর্মের তরফ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা উচিত নয়। এক টাকাও বেতন দেওয়া উচিত নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের জাতি এবং জনগণের কল্যাণ, আমরা সব সময় সরকারের পাশে আছি এবং সরকারের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করি।’
আরও পড়ুন: পাল্টা আঘাত হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিনাশ মিশ্র?
আরও পড়ুন: শুরুতেই শ্রীদেবীর সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা?
প্রসঙ্গত, ‘সনম তেরি কসম’ সিনেমাটি ২০১৬ সালে মুক্তি পেলেও এটি পুনরায় মুক্তি পেয়েছিল চলতি বছর ফেব্রুয়ারি মাসে। দ্বিতীয়বার মুক্তির পর অবিস্মরণীয় ফলাফল পায় এই ছবিটি। ছবিটি বিশ্বব্যাপী ৫৩ কোটি টাকা আয় করে যার মধ্যে পুনঃপ্রকাশ থেকেই আয় হয়েছে ৪৫ কোটি টাকা।