বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সঞ্জয় দত্ত এবং মান্যতা দত্ত। প্রায় দুই দশকের বিবাহিত জীবন🍒 দম্পতির। ২০০৩ সালে প্রকাশ ঝা-র ফিল্ম ‘গঙ্গাজল’-এ আইটেম ডান্স করে দর্শকদের নজরে এসেছিলেন মান্যতা। বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে তারপর বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। কিন্তু জনপ্রিয়তা মেলেনি সে ভাবে। বলি ইন্ডাস্টꩵ্রিতে তাঁর কাজ যতটা না তাঁকে জনপ্রিয় করে তুলেছে, তার চেয়েও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন সঞ্জয় দত্তের স্ত্রী হিসাবে।
সঞ্জয়-মান্যতার রোম্যান্টিক ডিনার ডেট
প্রায়শই সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক ছবি শেয়ার করেন এই দম্পতি। সঞ্জয় দত্তে෴র স্ত্রী মান্যতা একটি রোমান্টিক ডিনার ডেটের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেতার সঙ্গে। ইনস্টাগ্রাম স্টোরিতে দম্পতির রোম্যান্টিক ছবি নজর কেড়েছে সকলের। দুবাইতে ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা। হোটেলে গ্র্য🦩ান্ড স্বাগত জানানোর ছবি শেয়ার করেছেন। যাবতীয় বিতর্ক সামলেছেন দুই সন্তানের মা মান্যতা।
আরও পড়ুন: গ্♌ল্যাম লুকে ম্রুণাল, জর্জেট🦋ের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে
সঞ্জয় দত্ত-মান্যতা দত্ত সম্পর্কে
ছোট থেকে দুবাইয়ে বেড়ে উঠেছেন মান্যতা। ছোট থেকেই অভিনয়ের প্রতি ভীষণ ঝোঁক ছিল তাঁর। কিন্তু বাবার মৃত্যুর পর পরিবারের চাপ তাঁর কাঁধে এসে পড়ায়, খুব বেশি দিন ইন্ডাস্ট্রিতে থাকতে পারেননি꧟ তিনি। পারিবারিক ব্যবসা সামলাতে হয়েছিল তাঁকে। মান্যতার প্রথম বিয়ে মিরাজ উর রহমানের সঙ্গে। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৬ সালে সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর পরিচয়। প্রযোজক নিতিন মনমোহন তাঁদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: ‘রুসলান’-এর♏ প্রিমিয়ারে ভাগ্নি আয়াতের কপালে♏ চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো
২০০৮ সালে ৭ ফেব্রুয়ারি সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর বিয়ে হয়। এর💫 দু’বছর পরে যমজ (এক ছেলে, এক মেয়ে) সন্তানের জন্ম দেন তিনি। মান্যতা বর্তমানে সঞ্জয় দত্তের প্রযোজনা সংস্থার সিইও। ব্যবসার কাজে মাঝে মধ্যেই লন্ডন, দুবাই উড়ে যান তিনি। এমনকি বিভিন্ন সামাজিক প্রচারেরও মুখ তিনি।
আরও পড়ুন: ‘বুড়ি-মোটা’ বলে কটাক্ষ, ‘এম✃ন মানুষদ🐓ের জীবনে..’, ট্রোলারদের সপাটে জবাব দিলেন লারা দত্ত
সঞ্জয় দত্তের আসন্ন ছবি
কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বললে, বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে শীঘ্রই হরর কমেডি ছবি 'দ্য ভার্জিন ট্রি' এবং 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ দেখা যাবে। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ২০ ডিসেম্বর, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সঞ্জয় দত্ত ছাড়াও এই ছবিতে দেখা যাবে আরশা༒দ ওয়ার্সি, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানিকে।
বিতর্কে জড়িয়েছেন সঞ্জয় দত্ত
এদিকে বড়সড় বিপাকে পড়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গ♛ে নাম জড়ানোয় মহারাষ্ট্রের সাইবার সেল তলব করে বলিউডের এই অভিনেতাকে। জানা গিয়েছে, ২৯ এপ্রিলের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দিতে হবে। যদিও ২৩ এপ্রিল সঞ্জয় দত্তর হাজিরা থাকলেও, তিনি অনুপস্থিত ছিলেন।
‘ফায়ার প্লে’ নামে এক অব🐎ৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং খুবই জনপ্রিয় মোবাইল ব্যবহারকারীদের𝕴 মধ্যে। মাসিক কোনও টাকা ছাড়াই মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্য়াপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এই অ্য়াপেই অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়লেন সঞ্জয় ও তামান্না ভাটিয়াও। তবে এখন পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি তামান্না ভাটিয়া ও সঞ্জয় দত্তর তরফ থেকে।