রবিবার থেকে শুরু হয়েছে সারেগামাপা-র নয়া সিজন। প্রথম এপিসোডেই বাজিমাত করেছে একঝাঁক প্রতিযোগী। ঘাটালের অঙ্কিতা, কোলাঘাটের খুদে অনীকের কন্ঠের জাদুতে বুঁদ দর্শক থেকে বিচারক। সারেগাপামা-র আসন্ন এপিসোডে কী কী চমক থাকছে তার ঝলক সামনে এল। আরওꦛ পড়ুন-ঘাটালের ‘শিসপ্রিয়া’ অঙ্কনার মুখে অরিজিতের ‘গেরুয়া’র অভিনඣব ভার্সন! শুনে থ অন্তরাও
অঙ্কে ৩ পাওয়া বনশ্রী এবার সারেগামাপা-তে
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কন্যে বনশ্রীর লোকগানে এবার মেতে উঠবে সারেগামাপা-র মঞ্চ। চ্যানেলের তরফে সামনে আনা হয়েছে আগামী সপ্তাহান্তের প্রোমো। সেখানেই দেখা গেল প্রতিযোগীর অঙ্ক-ফোবিয়া নিয়ে রীতিমতো তাঁর লেগপুল করছেন সঞ্চাল🅰ক আবির। তাঁকে বলতে শোনা গেল, ‘ওঁর অঙ্কে ভীষণ ভয়’। বিচারকের আসনে থাকা, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত কৌতুহলের সুরে জানতে চান, ‘অঙ্কে কত পেয়েছিলি?’ কাঁচুমাচু মুখে জবাব আসে- ‘তিন’।
বনশ্রীর গানে মুগ্ধ ইমন-ইন্দ্রদীপরা
হাসি থামেনি আবিরের। চমকে ওঠেন সকলেই। তবে বনশ্রীর ম্যাজিক্যা▨ল কন্ঠের সামনে ফিকে বাকি সব। পারফরম্যান্স শেষে সেই ইন্দ্রদীপ দাশগুপ্তই বলে বসেন, ‘অঙ্কে আরও কম নম্বর পা! আরও ভালো গা🌜ন কর’। বনশ্রীতে মুগ্ধ ইমন চক্রবর্তী। তাই তো আসন ছেড়ে মঞ্চে গিয়ে প্রতিযোগীর সঙ্গে ‘তোমরা না যাইও, না যাইও…’ গান ধরলেন ইমন।
বনশ্রীর গানে মুগ্ধ🎃 নেটপাড়াও। কেউ লিখলেন, ‘দারুণ’, কেউ বললেন- ‘ওয়াও’। এবারের এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গান, যোগ্য সম্মান।' এবারও সঞ্চালকের আসনে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। যদিও সেই নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকের মতেই এই শো-এর সঞ্চালক হিসাবে যিশুই সেরা। অনেকে আবিরের চেয়ে এগিয়ে রাখছেন অনির্বাণকে। এবারে মেন্টর নেই, বদলে জ🅠ুটিতে রয়েছে ৮ জন বিচারক।
বিচারকের আসনে থাকছেন অন্তরা মিত্র, শান্তনু মিত্র, জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, কৌশিকি চক্রবর্তী, এবং ইন্দ্রদীপ দাဣশগুপ্ত। প্রসঙ্গত গত সিজনে বিজয়ীর শিরোপা উঠেছিল পদ্মপলাশের মুকুটে। দ্বিতীয় হন অ্যালব📖ার্ট কাবো।