♚ সদ্যই শেষ হয়েছে সারেগামাপা। এবারের এই রিয়েলিটি শোয়ের খেতাব জয়ের অন্যতম দাবিদার ছিলেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী বা রানার্স আপ হননি তিনি। কিন্তু পেয়েছেন কালিকাপ্রসাদ সম্মান। সারেগামাপার আগে একাধিক বাঁকুড়া বইমেলায় নির্বাচিত হয়ে বাদ পড়েছেন আরাত্রিকা, সেই বিষয় সহ আরাত্রিকার গণসঙ্গীত নিয়ে কী বললেন তাঁর বাবা?
আরও পড়ুন: 🍨শ্যুট করতে গিয়ে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন দেবচন্দ্রিমা, কী ঘটেছিল?
আরও পড়ুন: 𓆉'রং মাখানোর জন্য সবাইকে জোর করতাম', ভালোবাসলেও ছেলে ঝিনুকের সঙ্গে কেন কখনও দোল খেলেননি শ্রাবন্তী?
কী জানিয়েছেন আরাত্রিকার বাবা?
🌜একাধিক শো থেকে অকারণ বাদ পড়েছে মেয়ে। সেই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন বেঙ্গল মিউজিক ডিরেক্টরিকে দেওয়া সাক্ষাৎকারে আরাত্রিকার বাবা জানিয়েছেন, 'তখন তো ও গণসঙ্গীত গাইত না। কিন্তু ওর পরিবারের ব্যাকগ্রাউন্ড ছিল একটা নির্দিষ্ট দলের। সেটার শিকার ও হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য যে শিল্পীদেরও পরিবারের রাজনৈতিক রং দেখে বিচার করা হয়।'
💧তিনি এদিন আরও বলেন, 'আবার এটা বলতেও আমার ভালো লাগে যে আমার বিরোধী দলের অনেক বন্ধু বান্ধব, এমনকি শাসক দলের অনেক নেতা মন্ত্রীরাও যাঁরা ওর গান ভালোবাসেন। ওর গানের প্রশংসা করে মেসেজ করেছেন। শিল্পীর ক্ষেত্রে রং দেখাটা খুব চাপের।'
আরও পড়ুন: ♒একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে শুভস্মিতা! কী হয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’র ঐশানির?
বিভিন্ন আন্দোলনে ব্যবহৃত হয়েছে আরাত্রিকার গান
♕আরজি কর থেকে বাংলাদেশের ছাত্র আন্দোলনে ব্যবহৃত হয়েছে আরাত্রিকার গান। এই বিষয়ে এদিন তিনি বলেন, 'ও যখন কারার ঐ লৌহ কপাট গানটি গায় তখন বাংলাদেশ উত্তাল। ছাত্র আন্দোলন, শেখ হাসিনাকে তাড়িয়ে দিচ্ছে। সেই সময় এই গানটির এপিসোড সম্প্রচারিত হয়। এটা ভালো না খারাপ সেটা সময় বলবে। ছাত্ররা বেছে নিয়েছিল আরাত্রিকার গানকে। আর ওর পথে এবার নামো সাথী যখন সম্প্রচারিত হয় তখন আরজি কর পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ উত্তাল। সেখানে হাতে মশাল নিয়ে মিটিং মিছিল, রাত দখল আর নেপথ্যে বাজছে ওর গান। এ এক অদ্ভুত অনুভূতি। থ্যাংকস টু জি বাংলা সারেগামাপা যে ওরা আরাত্রিকাকে এই গানগুলো গাওয়ার সুযোগ দিয়েছে। বহু মানুষ নিয়ে অনুপ্রাণিত হয়েছে।'