বিয়ের পিঁড়িতে বসলেন ‘সারেগামাপা’-খ্যাত বাংলাদেশের গায়িকা অবন্তী সিঁথি। জনপ্রিয় রিয়ালিটি শোয়ে থাকাকালীন ‘শিসপ্রিয়া’ নামে পরিচিতি পেয়েছিলেন অবন্তী। শিস বাজিয়ে সুর তুলে মুগ্ধ করেছিলেন গানপ্রেমীদের। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন এই ‘শিসকন্যা’, পাত্র লন্ꩲডনপ্রবাসী।
১৫ ডিসেম্বর বিয়ে সারেন ‘সারেগামাপা’-খ্যাত এই গায়িকা। ওপার বাংলার ঢাকার মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অবন্তীর বিয়ের অনুষ্ঠান। কাছের মানুষ এবং দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিতে বিয়ের পর্ব সারেন। আরও পড়ুন: চর্চিত প্রেমিকের সিনেমার স্ক্র♒িনিংয়ে নভ্যা, কী প্রতিক্রিয়া সিদ্ধান্তের
বাংলাদেশের বাসিন্দা অবন্তী সিঁথি। বেড়ে ওঠা বাংলাদেশের জামালপুরে। স্কুল ও কলেজ জীবন থেকেই গান দিয়ে পেয়েছিলেন পরিচিতি✤। গিটার আর হারমোনিয়াম বাজানোও শেখা ছোটবেলাতেই।&nb🗹sp;
জানা গিয়েছে, অবন্তীর স্বামী অমিত দে একজন লন্ডনপ্রবাসী। কাজ করেন লন্ডনের একটি ফিনান্স ফার্মে। সাত-আট মাস আগে দুজনের পরিচয় হয়। তার পৈতৃক বাড়ি সিলেটে।ꦅ গত ১৩ বছর ধরে তিনি লন্ডনে বসবাস করছেন। গানের জগতের সঙ্গে সরাসরি যুক্ত নন অবন্তীর বর। তবে গান চর্চারও শখ আছে তার। খুব ভালো কি–বোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। আর এই সুরের সূত্রেই অমিত-অবন্তীর পরিচয়।
অবন্তী আগেই জানিয়েছেন, ‘অমিতের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের না। সাত-আট মাস হবে। ও খুব ভালো গান করে। বছরখানেক আগে গায়ক ও যন্ত্রশিল্পী মিথুন চাক্রার উদ্যোগে একটি গান করার পরিকল্পনা হয় আমাদের। ওই গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল আমার ও অমিতের। ওই প্রকল্প সূত্রেই পরিচয়টা হয় আমাদের। এরপর কথাবার্তা এগোয়। সেই গানটি আর শে𒊎ষ করা হয়নি। তবে আমাদ🍨ের বিয়েটা হচ্ছে।’
২০০৬ সালে ওপার বাংলার শো ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতায় নাম লেখান অবন্ꦛতী। সেই সময় সাফল্য অধরা ছিল তাঁর কাছে। পরে ২০১২ সালে ফের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন তিনি। ২০১৯ সালে সারেগামাপা-তে যোগ দিয়ে প্রচুর খ্যাতি লাভ করেন গায়িকা। সেখানে শিস বাজিয়ে গানের সুর তুলে রীতিমতো ভাইরাল হয়ে যান স🥀িঁথি। পরে খালি গলায় কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ গানটির মাধ্যমে সকলের নজর কাড়েন ‘শিসপ্রিয়া’।
গান গাইতে গাইতে ফয়েল পেপা🔯র, ধাতব মুদ্রা আর প্লাস্টিকের দুটি কাপকে বাদ্যযন্ত্র বানিয়ে বাজানোর মাধ্যমে আলাদা করে নজর কাড়েন অবন্তী। নেটওয়ার্কের বাইরে’ ও ‘উনিশ ২০’ ওয়েব ফিল্মে অবন্তির গাওয়া ‘রূপকথার জগতে’ ও ‘পাখি পাখি মন’ গান দুটি তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে। নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন গায়িকা।