গত সিজনেও হিন্দি সারেগা🐓মাপা-র ট্রফি এসেছিল বাংলাতে। আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায় জিতেছিলেন জাতীয় মঞ্চে। অবশ্য ফাইনালে পৌঁছেছিলেন বাংলা থেকে স্নিগ♒্ধজিৎ,অনন্যা, রাজশ্রীরাও। সেবারও জি টিভির গানের এই রিয়েলিটি শো-এর মঞ্চে ছিল বাংলার জয়জয়কার। এবারও তার অন্যথা হল না।
চলতি সি൩জনে ফাইনালে 📖প্রথমেই পৌঁছে গিয়েছিলেন অ্যালবার্ট কাবো লেপচা। তারপর সেরা ৩-এ পৌঁছন স্নেহা ভট্টাচার্য। আর এখন সামনে এল সেরা ৫-এর নাম। আর দেখা গেল তাতে যোগ হয়েছেন বাংলার আরও দুই কন্যা।
কাবো বাংলা সারেগামাপা-তেও জিতে নিয়েছিলেন সকলের মন। অনেকেরই আশা ছিল তিনিই জিতবেন ট্রফি। যদিও তা হয়নি। রানার্স আপ হয়েই বাড়ি ফিরতে হয়। তারপর অবশ্য বড় ঝড় ওঠে অ্যালবার্ট কাবোর জীবনে। কালিম্পং-এর টুরিস্ট গাইডের কাজ করা সিধেসাধা মানুষটা হারান নিজের শিশুকন্যাকে। না ফেরার দেশে চলে যায় আট মাসের এভিলিন। কিন্তু চলার নামই জীবন। স্ত্রী পূজার উৎসাহেই আসেন মায়ানগরী মুম্বইতে। তারপর তো ইতিহাস। অনু মালিক হোক বা হিমেশ রেশামিয়া, সকলেরই ফেভারিটের তালিকায় নাম রয়েছে কাবোরই। আরও পড়ুন: টিম ইন্ডিয়ার জার্সিতে রাজ-শুভশ্রী-ইউভ🐎ান! বিশ্বকাপ দেখছে অꩲনীকের ২ মাসের শিশুপুত্র
অন্য দিকে, এবারের সারেগামাপা-তে সারপ্রাইজ এলিমেন্ট যোগ করেছেন স্নেহা ভট্🎶টাচার্য। সারেগামাপা-য় মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকা রথীজিৎ ভট্টাচার্যের শিষ্যা তিনি। গলায় সরস্ব🌼তীর বাস। স্নেহা কিন্তু ইতিমধ্যেই প্লে ব্যাক করে ফেলেছেন ফাতিমা ছবিতে।
চলুন এবার জেনে নেওয়া যাক, ফাইনালের টপ ৫-এ পৌঁছনো আর দুই বাংলার প্রতিযোগী কারা। এই দুই কন্যা হলেন রণিতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গোজম। হামি, চাঁদের পাহাড়-এর মতো ছবিতে ইতিমধ্যেই প্লে-ব্যাক করে ফেলেছ❀েন রণিতা। বাংলার উঠতি গায়িকা হিসেবে ধরা হয় তাঁকে। জি টিভির সারেগামাপা- লিটিল চ্যাম্পসের মঞ্চে তিন ꦏবছর আগেই রানার্স আপ হয়েছিলেন। দর্শকদের অনেকেরই বিশ্বাস জাতীয় মঞ্চে ট্রফি জিতবেন তিনিই।
আরও পড়ুন: কবে আসছে টাইগার ৪? বড় ইঙ্গিত দিয়ে গেলেন সলমন আর ক্য꧅াটরিনা
অন্য দিকে, রিয়ালিটি শো-এর দুনিয়ার পুরনো খিলাড়ি সোনিয়া। বাংলা সারেগামাপ𒁃া-র অংশ তো ছিলেনই। দেখা গিয়েছিল ইন্ডিয়াꦉন আইডলে। তবে ট্রফি জেতার সৌভাগ্য হয়নি একবারও।
বাংলার এই ৪ নামকে কড়া প্রতিযোগিতা দেবেন নিষ্ঠা শর্মা। ইতিমধ্যেই তিনবার ওজি সিঙ্গার হিসেবে নির্বাচিত হয়েছেন নিষ্ঠা। দর্শকদেরও বড়ই পছন্দের তিনি। তাই বাংলায় ট্রফি আনার জার্নিটা খুব একটাও সহজ হবে না কাবো-সোনিয়া-রণিতা-স𝓀্নেহার জন্য।