আসছে সারেগামাপা। বিশেষ চমক নিয়ে, নতুন ভাবে সবটা সাজিয়ে গানের ডালি সাজিয়ে আসতে চলেছে বাংলার এই জনপ্রিয় রিয়েলিটি শো। আগামী ২ জুন অর্থাৎ রবিবার থেকে শুরু হতে চলেছে এই শো। সেদিনই হবে গ্র্যান্ড ওপেনিং। ইতিমধ্যেই অডিশন পর্ব, গ্র্যান্ড অডিশন পর্ব মিটে গিয়েছে। তারপরই এক এক করে চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হচ্ছে বিভ⛦িন্ন প্রতিযোগীদের পার🦹ফরমেন্সের ঝলক।
সারেগামাপার নতুন প্রোমো
এদিন জি বাংলার তরফে সারেগামাপার নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখ🀅া যাচ্ছে বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা গান গাইছেন। সেখান থেকেই জানা যায় দাদুর স্বপ্ন পূরণ করতে দাদুকে সঙ্গে নিয়েই তিনি এই মঞ্চে হাজির হয়েছেন।
এদিন আরাত্রিকার গলায় শোনা যায় জনপ্রিয় নজরুল গীতি কারার ওই♔ লৌহ কপাট। শুরু ൲করেন বল বীর বল উন্নত মম শির কবিতা দিয়ে। তাঁর এই পরিবেশনায় মুগ্ধ হয়ে যান বিচারকরা। তারিফ করে ওঠেন। তাঁর দাদুকেও এদিন মঞ্চে ডাকা হয়। সেখানে তিনি নাতনিকে জড়িয়ে ধরে বলেন তাঁর স্বপ্ন পূরণ হল।
কে কী বলছেন?
এক ব্যক্তি এদিন লেখেন, 'আরিত্রিকা দিকে যে সারেগামাপাতে দেখতে প𓆉াবো ভাবিনি, দারুণ লাগল এটা দেখে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'গায়ে কেমন কাটা দিয়ে উঠল।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুবই সুন্দর কন্ঠ।'
আরও পড়ুন: আলাম নন, হীরামান্ডির তাজের মন কেড✅়েছেন অন্য কেউ! লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে ডেটে গেলেন তাহা
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে রানি আজ ডাক্তার, দুর্জয়ও ফিরল শহরে,ꦕ দুজনে আবার কি কাছে আসবে? নাকি জিতবে ষড়যন্ত্র
সারেগামাপা প্রসঙ্গে
জি বাংলায় দাদাগিরি ১০ শেষ হওয়ার পর বর্তমানে সারেগামাপা লেজেন্ডস চলছে। সেই শোয়ের সঞ্চালক হিসেবে আছেন অনির্বাণ ভট্টাচার্য। বিভিন্ন খ্যাতনামা গায়করা এখানে পারফর্ম করছেন। আগামী রবিবার থেকে এট๊ির জায়গায় আসছে সারেগামাপা। রবিবার রাত সাড়ে আটটা থেকে শুরু হবে এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং। সঞ্চালক হিসেবে থাকবেন আবির চট্টোপাধ্যায়। বিচারকের আসনে থাকবেন শান্তনু মৈত্র, জাভেদ ಞআলি, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, প্রমুখ।এবার মোট ৮ জন বিচারক থাকবেন, তাঁরা দুজন মিলে জুটি বেঁধে মোট ৪টি দল বানাবেন।