সারেগামাপা লেজেন্ডসের দিন ফুরাচ্ছে। আসছে সারেগামাপার এবারের সিজন। আগামী ২ জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলার🅘 এই জনপ্রিয় রিয়েলিটি শো। রবিবার সাড়ে আটটা থেকে সম্প্রচার শুরু হবে এই শোয়ের। আর সেখানেই থাকবে একাধিক চমক।
আরও পড়ুন: মালাইকা - অর্🅘জুনের বিচ্ছেদের গুঞ্জন আসলে গুজব! 🐟জল্পনা উড়িয়ে কী জানালেন অভিনেত্রীর ম্যানেজার?
সারেগামাপার এবারের সিজন নিয়ে কী কী জানা গেল?
আগেই জানা গিয়েছিল এবারের সারেগামাপဣাতে কোনও মেন্টর থাকবে না। থাকবে ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানাবেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বাঁধবেন? তাহলে জানা জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব বাঁধবেন জুটি। আর চতুর্থ দল বানাবেন ইন্দ্রদীপ এবং কৌশিকী।
আরও পড়ুন: বিতর্ক🦩 অতীত, ভোটের দিন শিবপুজো সায়নীর, কর্তব্য সারল﷽েন রাজ - শুভশ্রী - ঋতাভরী - সন্দীপ্তারা
এবারের সারেগামাপꦜার গ্র্যান্ড ওপেনিংয়ে থাকবে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বিশেষ পারফরমেন্স। তিনি সেই প্রসঙ্গে এদিন জানান, 'আমি এখানে পারফর্ম করব। সারেগামাপার জন্যই আমি কলকাতায় এসেছি। এখানে আসতে আমার খুব ভালো লাগে। এখানে মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়।'
▨ইতিমধ্যেই চ্যানেলের তর🌳ফে গ্র্যান্ড ওপেনিংয়ের টুকরো টুকরো মুহূর্ত পোস্ট করা হয়েছে। কারা কারা প্রতিযোগী হিসেবে থাকবেন সেটারও কিছু ঝলক দেখা গিয়েছে সেসব প্রোমতে। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে এই শো।
আবির চটไ্টোপাধ্যায় আবারও থাকবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে। তিনি পুনরায় এই দায়িত্ব নিতে পেরে দারুণ খুশি। এবারের সারেগামাপার ট্যাগলাইন হল 'যোগ্য গান যোগ্য সম্মান।'