যেমন সুন্দর অভিনয়,তেমনই সুন্দর গানের গলা! অনির্বাণ🐎 ভট্টাচার্যর গায়েকিতে এই মুহূর্তে মজে রয়েছে গোটা বাংলা। জি বাংলার সারেগামাপা লেজেন্ডসের সঞ্চালক হিসাবে দর্শক দেখছে তাঁকে। নেটপাড়ার মতে, সারেগামাপার সবচেয়ে যোগ্য হোস্ট ‘কিচ্ছু চাইনি আমি’ গায়ক।
অনির্বাণ তো রীতিমতো ‘বং ক্রাশ’। কিছুদিন আগে গায়ক রূপঙ্কর চক্রবর্তী জানিয়েছিলেন, মেয়ে মহুলের অনির্বাণকে মুগ্ধতার কথা। এবার জানা গেল, রাঘব চট্টোপাধ্যায়ের দুই কন্যেও অনির্বাণের ভক্ত। বাবার পরম্পরা ধরে রেখেছে আনন্দী-আহিরী꧋। ‘চান্দ কেন আসে না আমার ঘরে’ খ্যাত শিল্পীর দুই মেয়েই গানের জগতে পা রেখেছে। বাবার সঙ্গে লাইভ কনসার্টেও যায় আজকাল। সদ্য সারেগামাপা লেজেন্ডসের মঞ্চে বাবার সঙ্গে একমঞ্চে পাওয়া গেল আনন্দী-আহিরীকে।
বাবার সঙ্গে পাꦰরফর্ম করলেন রাঘব কন্যেরা। মেয়েদের সঙ্গে সারেগামাপা-র মঞ্চে গান করতে পেরে দারুণ খুশি রাঘব। বললেন, ‘এটা পরম-পাওয়া'। যদিও গানের চেয়ে বেশি দুই মেয়ের নজর অনির্বাণে। মনের কথা মনে চেপে না রেখে আনন্দী বলেই ফেলল, ‘দারুণ লাগছে, সবচেয়ে ভালো লাগছে আমাদের পছন্দের অভিনেতা এখানে রয়েছে।’ পাশ থেকে আহিরী বলে উঠলেন, ‘আমি তো পুরো বাকরুদ্ধ’।
মেয়েদের মুখে অনির্বাণ স্তুতি শুনে রাঘব খানিক অন্য পথে হাঁটলেন। তাঁকে বলতে শোনা গেল, ‘ওঁরা যে এত মিউজিশিয়ানদের সঙ্গে গাইতে পারল এটা ওদের কাছে ভাগ্যের। এটা পরম সৌভাগ্যের, আমাদের সাথে সাথে ওরা একটু একটু মিউজিক করার চেষ্টা করছে। সারেগামাপা লেজেন্ডস-এর মঞ্চ ওদের এই সুযোগটা করꦰে দিল তার জন্য কৃতজ্ঞ’।