জাতীয় মঞ্চে তাঁর গান শুনে মুগ্ধ হয়েছেন আশা ভোঁসলে থেকে 🌊শঙ্কর মহাদেবন। মালদার ১৪ বছরের বিস্ময় বালিকা রাফা ইয়াসমিন। জি টিভি সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চ কাঁপিয়েছেন রাফা। কুড়িয়েছেন অজস্র প্রশংসা। শুধু বাংলা নয়, ভারতের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাফার অনুরাগী।
সারেগামাপা লিটল চ্যাম্পস ২০২২-এর এই ফাইনালিস্ট♑ আবার অন্ধভক্ত অরিজিৎ সিং-এর। রাফার কাছে সঙ্গীত আর অরিজিৎ সমার্থক শব্দ। তাই প্রিয় গায়কের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে বাকরুদ্ধ তিনি। সম্প্রতি অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে পৌঁছেছিলেন রাফা। নিরাশ করেননি অরিজিৎ। সময় বার করে রাফার সঙ্গে সাক্ষাৎ করেন, সঙ্গীত নিয়ে কথাও হয়। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে পোস্ট করেন রাফা। আর সেই পোস্ট ঘিরে শুরু বিতর্ক, ট্রোলিং আর কটাক্ষ!
কিন্তু কী এমন রয়েছে সেই পোস্টে? কেন কুরুচিকর আমন্ত্রণের মুখে খুদে গায়িকা? নেটপাড়ার একাংশের সমস্যা রাফার ছবির ক্যাপশন ঘিরে। সেখানে গায়িকা লিখেছেন, ‘অবশেষে, আজ আমার অনুপ🍰্রেরণা, আমার আইডল অরিজিৎ স্যারের সঙ্গে দেখা হল! এখনও বিশ্বাস করতে পারছি না যে ওঁনার বাড়িতেই এমনটা ঘটেছে। সত্যি বলছি স্যার, আমার জীবনে দেখা সবচেয়ে সৎ,যত্নশীল এবং সেরা মানুষ আপনি। আপনি শুধু আমার প্রিয় গায়ক নন, সঙ্গীতের ভগবান। প্রণাম স্যার’।
রাফার ক্যাপশনের শেষ লাইন ঘিরেই যাবতীয় সমস্যা। অরিজিৎ-কে সঙ্গীতের ভগবান (God of Music) বলায় চটেছেন সংখ্যালঘু নেটিজেনের একাংশ। ধর্ম টেনেও কটাক্ষ করা হল রাফাকে। একজন লেখেন, ‘তোমার গড কী করে হল অরিজিৎ’। আরেকজন লেখেন, ‘মাথায় ভূত উঠলে এসব ক্যাপশন দেয়,আরে বোন প্রশংসা করার জন্য আরো অনেক ভালো ভালো শব্দ আছে সেগুলো চয়ন করো তা বলে God!’ তবে রাফা ও অরিজিৎ ভক্তরা পাশে দাঁড়িয়ে রাফার। অনেকেই মনে করান, অরিজিৎকে ‘সঙ্গীতের ভগবান’ বলেছেন রাফা। এটা তাঁর ব্যক্তিগত উপলব্ধি ও বিশꦏ্বাস। ধর্ম টেনে তাঁকে আক্র꧋মণ করা অনর্থক।
তবে এই কটাক্ষের কোনওরকম জবাব দেননি রাফা। অভাবের সংসারে বড় হওয়া রাফা, বাঙালি মুসলিম পরিবারের এই কন্যের বাড়ির সঙ্গীতের চল ছিল না। তবে মেয়ের প্রতিভাকে বিকশিত করতে কোনওরকম কমতি রাখেননি রাফার বাবা-মা। সমাজের কটাক্ষ, এক ঘরে করে দেওয়ার হুমকিকে উপেক্ষা করে মেয়ের স্বপ্নউড়ানের সঙ্গী থেকেছেন। নিরাশ করেনি রাফাও যে মঞ্চে পা দিয়েছেন, সুরে ভরিয়ে দিয়েছেন। ক্ল্যাসিক্যাল হোক বা নজরুলগীতি কিংবা রবি ঠাকুরের গান, সবতেই তিনি ✱পারদর্শী।
স্টার জলসার সুপার সিঙ্গার ♑জুনিয়ার (২০১৯)-এর হাত ধরে রাফার উত্থান। পরে জাতী🤡য় টেলিভিশনে রাফার সুরের ম্যাজিকে মুগ্ধ হয়েছেন অনু মালিক, শঙ্কর মহাদেবনরা। ফতেয়া উপেক্ষা করেই গান গেয়ে চলেছে রাফা, শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা সবসময় পাশে রয়েছে মালদার এই মিউজিক্যাল কন্যের।