সারেগামাপাতে সജম্প্রতি গৌতম হালদার এসেছিলেন। এই মঞ্চে💜 তিনি এদিন জয় সরকারের লেখা বেণীমাধব কবিতাটি পারফর্ম করেন, তবে গান গেয়ে। আর তাঁর সেই পারফরমেন্স দেখেই যারপরনাই বিরক্ত হয়েছেন নেটিজেনরা। কে কী লিখলেন?
আরও পড়ুন: রানি-রাজার পর ‘টেক্কা’র জোকারের সঙ্গে আলাপ করালেন দ🅺েব! ঝাড়ু হাতে প্রকাশ🅘্যে ধরা দিলেন ‘ইকলাখ’
কী ঘটেছে সারেগামাপাতে?
এদিন সারেগামাপাতে গৌতম হালদার একটি বিশেষ পারফরমেন্স করেন। সেখানেই তিনি বেণী🍌মাধবಞ গানটি গান। কিন্তু তাঁর অঙ্গভঙ্গি এবং গাওয়ার ধরন মোটেই ভালো লাগেনি নেটপাড়ার। বিরক্তি উগরে দিয়েছেন তাঁরা কমেন্ট বক্সেই। কেউ আবার আলাদা পোস্টও করেছেন।
কে কী লিখলেন?
এক ব্যক্তি এই পোস্ট শেয়ার করে লেখেন, 'কতদিন ভেবেছি মিট্টি এক প্রেয়সী ছেড়ে বেণীমাধব ফুলপঞ্জিকা লিখলেন কেন? কাল বুঝলাম, ভাঁড়ামো🦂রও একটা লিমিট থাকা উচিত। বন্ধ করুন বেণীমাধব নিয়ে এক♚্সপেরিমেন্ট।'
আরেকজন লেখেন, 'বেণীম꧋াধবের পিন্ডি চটকে দিয়েছে! এক্সপে♊রিমেন্ট এর নামে এইসব ছ্যাবলামি বন্ধ হোক।'
তৃতীয় ব্যক্তি লেখেন, ‘হিথ লেজার বেঁচে থাকলে বেটার বেণীমা💫ধব করত।’ চতুর্থ জন লেখেন, 'বেণীমাধব আর নেই! শেষ উনি, ভালো না বললেই সব তেড়ে আসবে তাই খুবই ভালো হয়েছে।'
পঞ্চম ব্যক্তি লেখেন, 'বেণীমাধব ট্রমায় চলে যাবে। এটা অনবদ্য উপস্থা🐷পন! বেণীমাধব কোমায় চলে গেছে। মাননীয় গৌতম হালদার মহাশয়কে খুব শ্রদ্ধা করি তাঁর কাজের জন্য। এমন একজন গুণী শিল্পী মানুষ এটা করলেন কি করে! ভাবতেই তো অবাক লাগছে! আবার এতে ইমন চ্যাটার্জি বলছেন 'কেয়া বাত! কেয়া বাত!' বাদবাকি সবাই ধন্য ধন্য করছেন'
না, কেবল আলাদা পোস্ট ন♚য়। কমেন্ট করে অনেকেই বিরক্তি জাহির করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বিশ্বাস করুন, আপনি দায়িত্ব নিয়ে বেণীমাধবের গুষ্টি উদ্ধার করে দিলেন। পরবর্তীতে আর এমন সাহস না দেখালে খুব খুশি হব। এটা অনুরোধ।' আরেকজন লেখেন, 'কার কেমন লাগলো জানি না। আমার জঘন্য লাগল।' কেউ লেখেন, 'দয়া করে পরের বার গৌতম বাবুকে বাড়িতেই পেট পরিষ্কার করে আসতে বলবেন৷ এইভাবে শোয়ের মঞ্চে না 🐎ছড়ানোই ভাল।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি 🐻দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।