২ মে, সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। বাংলা সিনেমা যাঁর হাত ধরে এখনও পর্যন্ত এগিয𒊎়ে চলেছে। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে অনীক দত্তর নতুন ছবি 'অপরাজিত'। সাদা- কালো ফ্রেমে 'মানিক দা'... যেন ফিরে যাওয়া কয়েক যুগ আগে🎐। ১৩ মে মুক্তি পাবে এই ছবি। ছবির মূল চরিত্র অপরাজিত রায়ের ভূমিকায় অভিনয় করেছেন জিতু কমল।
ছবির জন্য মানিকবাবুর মতো করে নিজেকে গড়েপিঠে তুলতে রীতিমতো কঠোর পরিশ্রম করতে হয়েছে জিতুকে। সেই বসা, সেই সিগারেট ধরার স্টাইল, সেই মুখ-- ভাষা হারিয়েছিল ‘রে-লাভার’রা। আজ সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকীতে বিশেষ শুভেচ্ছা জানালেন অভিনেতা জিতু কমল। আরও পড়ুন: Satyajit Ray 101st birthday:🍒 ‘এ কলকাতার মধ্🎀যে আছে আরেকটা কলকাতা’, পুরনো সেই শহরের দলিল লিখেছিলেন সত্যজিৎ রায়
সামাজিক মাধ্যমে সত্যজিৎ রায়ের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘তুমি আমার মত প্রতিটি বাঙালির নিঃশ্বাস প্রশ্বাস.. তুমি আমাদের অহংকার, আমাদের উচ্ছ্বাস। সত্যজিতের ১০১তম জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য।’ ‘গুপি গাইন বাঘা বাইন’-এর টাইটেল ট্র্যাক বাজছে ছবির ব্যাকগ্রাউন্ডে। পোস্টারে বড় বড় হরফে লেখা, ‘তুমি চিরন্তন, তুমি অসীম, তুমি অপরাজিত।’ আরও পড়ুন: Aparajito: সত্যজিতের শতবর্ষ মাথায় রেখে 'অপরাজিত'র পরিকল্পনা🍬🙈 করা হয়নি: অনীক দত্ত