অভিনয় নিয়ে পড়াশোনা। ১৭ বছর ধরে একটি নাটকের দলের সঙ্গে যুক্ত। এরপর পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের ‘বল্লভপুরের রূপকথা’য় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য। নিজের প্রথম ছবির মুখ্যচরিত্রে অভিনয় করে বাজিমাত করে🎃ছেন তিনি। ‘হিপোক্রিটস’ থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত অভিনেতা। এই নাটকের দলের নতুন নাটক 'তবে তাই' আসছে মঞ্চে।
করোনা মহামারীর জেরে থমকে গিয়েছিল বিনোদন জগত। ফলে নতুন নাটকের মহড়া থেকে বিরত থাকতে হয়েছিল ‘হিপোক্রিটস’ থিয়েটার গ্রুপেরও। দেশজুড়ে মহামারীর প্রকোপের জন্য ৩ বছর নতুন নাটকের মহড়া শুরু হয়নি দলের। তিন বছর পরে নতুন নাটক নিয়ে ফিরছে এই নাট্যদল। ফেব🧸্রুয়ারি🌃র মাঝামাঝিই মঞ্চস্থ হবে নতুন নাটক। এর আগে ৩০টি নতুন নাটক তৈরি করেছে এই দল। জোরকদমে চলছে নতুন নাটকের মহড়া।
আরও পড়ুন: শাহরুখ কন্যাকে ভীষণ পছন্দ, আগামীতে ‘ট্রেন্ডসেটার' হতে পারে সুহানা, বললেন নীনা
ইতালির লেখক লুইগি পিরান্দেলো-র লেখা অবলম্বনে এই নাট্যরূপ রচনা করেছেন প্রতীক দত্ত। নাটকের পরিচালনার দায়িত্বে, সুস্নাত ভট্টাচার্য। সত্যের বিভিন্ন দিকগুলিকে তুলে ধরা হয়েছে নাটকে। মঞ্চে নাটক পরিবেশন করবেন আভেরী সিংহ রায়, সুস্নাত ভট্টাচার্য, অনিন্দ্য সাঁই, শাশ্বতী সিনহা, মৌমিতা গুপ্ত শর্মা, জিৎ দাস, নির্নিশা তালুকদার এবং সত্যম ভট্টাচা🧜র্য।
নাটকের বিষয়বস্তু হল, এক নতুন জায়গায় বাড়িভাড়া নিয়ে আসে এক পরিবার। সেখানেই পরিপার্শ্বিক মানুষদের তাঁদের নিয়ে ভীষণ আগ্রহ। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন, তা ঠিক করতে গিয়েও পেরে ওঠে না তাঁরা। এই নিয়েই সাজানো গল্প। নাটকে সত্যমের চরিত্রের ন🌟াম দিব্যেন্দু। নাটকে লেখকের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলবে সত্যমের চরিত্র।🌟 ১৯ ফেব্রুয়ারি রয়েছে এই নাটকের প্রথম শো।