একদিকে যেমন লোকসভা নির্বাচনের দামামা বেজে চলেছে। ইতিমধ্যেই দু দফার ভোট হয়ে 🗹গিয়েছে। বাকি জায়গায় জোর কদমে প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তেমনই আরেকদিকে রয়েছে বরানগর কেন্দ্রের উপনির্বাচন। এখানে বিজেপির সজল ঘোষের বিরুদ্ধে লড়াই লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বলাই বাহুল্য, সজল ঘোষ একজন পোড় খাওয়া রাজনীতিক, অন্যদিকে সেই তুলনায় অভিনেত্রী এই ক্ষেত্রে বেশ নবাগতা বলা চলে। কিন্তু হলে কী হবে, নিজের প্রচারে এতটুকু খামতি রাখছেন না সায়ন্তিকা। অভিনব কায়দায় প্রচার চালাচ্ছেন তিনি।
আরও পড়ুন: ২৯ - এ পা শনের, রোশনাইয়ের সেটেই চলল জন্মদিনের হইহুল্লোড়✨, নায়ককে ভালোবেসে 🍷কেক খাওয়ালেন অনুষ্কা
আগে যিনি বিধায়ক ছিꦿলেন তাঁর জায়গায় গিয়ে নতুন করে ভোট চাইতে গেলে নানা বিপদে থুড়ি প্রশ্নের মুখে পড়তে হয় প্রার্থীকে এ কথা তো সকলেরই জানা। এবার সেসব সমস্যাকে তাড়াতে বা বলা ভালো সামলা𓄧তে এক দারুণ বুদ্ধি বের করেছেন সায়ন্তিকা। তাঁর প্রচারে এনেছেন আধুনিকতার ছোঁয়া।
আরও পড়ুন: 'আপনিও কি ডোনা ম্যামের ফ্যান?' প্রতܫিযোগীর গুগলিতে বাক্যহারা সৌরভ! ফাঁস করলেন নাকি দাম্পত্যের গোপন কথা?
কী করছেন সায়ন্তিকা?
সায়ন্তিকা বরানগর কেন্দ্রে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে কেবল ভোট চাইছ𝐆েন সেটাই নয়, তিনি সঙ্গে রেখেছ🐲েন একটি আস্ত ট্যাব। আর সেই ট্যাবেই তিনি স্থানীয় বাসিন্দাদের সমস্ত অভাব অভিযোগ নথিভুক্ত করে রাখছেন। তাঁর আশ্বাস তিনি ভোটে বিজয়ী হলে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করবেন।
আরও পড়ুন: 'বাহ দাদাকে তো বেশ দেখতে!' প্রতিযোগীর উপ𓃲হার পেয়ে দাদাগিরিতে নিজেরই তারিফ করলেন সৌরভ! ব্যাপারটা কী?
কী কী অভাব অভিযোগের কথা শুনছেন সায়ন্তিকা?
বরানগর কেন্দ্রের বাসিন্দারা সায়ন্তিকার কাছে মূলত নিকাশি ব༺্যবস্থা, জলের সমস্🎉যা নিয়েই অভিযোগ জানাচ্ছেন। অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থীর আশ্বাস তিনি সকলের সমস্যা দূর করার চেষ্টা করবেন।