‘তেলগি-র সম্পর্কে শুনেছেন?’ প্রশ্নের উত্তর এল🌠 একাধিক। কেউ বললেন, তেলগি হল একটা সাপ, কারোর কথায়, ‘তেলগি ভীষণ স্মার্ট।’ কেউ জানালেন, ‘তেলগি সমস্ত রিস্ক নিয়ে নেবে।’ তেলগির জন্য পুলিশ, প্রশাসন তটস্থ। প্রশাসনের একটাই কথা, ‘তেলগি-কে চাই।’ কিন্তু কে এমন তেলগি?
হনসল মেহতা পরিচালিত ওয়েব সিরিজ ‘Scam 2003: The Telgi Story’ (স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি)র ট্রেলারে অবশেষে জানা গেল কে রয়েছেন এই তেলগির চরিত্রে? আবদুল করিম তেলগি-র চরিত্রে অভিনয় করছেন থিয়েটার অভিনেতা গগন দেব রিয়ার। ২০০৩ সালে ঘটেছিল ভয়ানক কাণ্ড। ২০০৩-এর ৩০, হাজার কোটি টাকার আর্থিক তছরুপে অভিযুক্ত এই আবদুল করিম তেলগি। যার শাস্তি হিসাবে যাবজ্জীবন কারাদণ্ড হয় তেলগির। ট্রেলারে প্রশ্ন তোলা হয়েছে ‘সরকার অধিকৃত স্ট্যাম্প পেপার অপরাধীদের হাতে কীভাবে এল?’ ট্রেলার দেখে বেশ বোঝা যাচ্ছে, যেভাবে ২০০৩ সালে ৩০, হাজার কোটি টাকার আর্থিক তছরুপ যেভাবে দেশকে নাড়িয়ে দিয়েছিল, ঠিক একইভাবে হনসল মেহতার ‘স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি’ ওয়েব সি🎃রিজটিও ফের একবার এই দুর্নীতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করবে। ট্রেলার দেখেই ২০০৩ সালের এই দুর্নীতি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, ‘সরষের মধ্যেই কি তবে ভূত?’
আরও পড়ুন-‘মুম্বইয়ের লোকজন ভীষণ…’ সানি দেওলের সಌঙ্গে কাজ সেরে ফেরা তনুশ্রীর অভিজ্ঞতা কেমন?
আরও পডꦅ়ুন-নি꧋রামিষ খাবারেই নাকি জন্মদিন পালন করেছেন ডোনা, কিন্তু কেন?