বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতে মুক্তি পেয়েছে সলমনের বহু প্রতিক্ষীত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। বড়পর্দা নয়। বরং OTT-তেই মুক্তি পেয়েছে রাধে। জি৫ অ্যাপে দেখতে পাওয়া যাবে ছবিটি। এর জন্য প্রিমিয়াম সদস্যে হতে হবে। এ ছাড়াও জিপ্লেক্সের পে পার ভিউ সার্ভিস ব্যবহার করেও দেখা যাবে এই ছবি।যদিও ছবি মুক্তির পর ভাইজান ভক্তরা সঙ্গে সঙ্গে ছবি দেখার চক্করে সাইটে অজস্র লগ ইন করে বসেন। এতেই কাণ্ড ঘটে। ক্র্যাশ করে অ্যাপের পরিষেবা। প্রায় ১.২৫ মিলিয়ন মানুষ লগ ইন করার চেষ্টা করেছিলেন একসঙ্গে। জি ফাইভের তরফ থেকে জানানো হয়, ‘আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি’। এরপরই অবশ্য ভাঙা পরিষেবার ওপর নজর দিয়ে খুব শীঘ্রই ফিরে আসেন তাঁরা। এখন পরিষেবা সম্পূর্ণ সচল। ওটিটিতে ডিটিএইচ অপারেটর্স ডিশ, ডি ২ এইচ, টাটাস্কাই এবং এয়ারটেল ডিজিটাল টিভিতে দেখা যাবে এই ছবি। জিপ্লেক্স অ্যাপে ঢুকে মাত্র ২৪৯ টাকার পরিবর্তে দেখতে পাবেন এই ছবিটি।‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনার দায়িত্বে প্রভুদেবা। ছবিতে সলমন ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।