প্রতীক্ষা শেষ, শুক্রবার বিশ্ব বক্স অফিসে ঝড় তুলতে হাজির রণবীর কাপুরের বহুচর্চিত ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবিতে রণবীরের রক্তমাখা অবতার চমকে দিয়েছে অনুরাগীদের। ‘কবীর সিং’ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিতে ধরা পড়েছে বাবার প্রতি ছেলের ‘অসুস্থ ভালোবাসা’। ব🦩াবা-ছেলের সম্পর্কের জটিল দ্বন্দ্ব এই প্রেক্ষাপটেই সাজানো এই ছবি।
সকাল থেকেই সিনꦜেমা হলে উপচে পড়ছে ভক্তদের ভিড়। আগাম বুকিং-এর ট্রেন্ড বলছে উত্তর ভারতের বক্স অফিসে সুনামি তুলবে অ্যানিম্যাল। রণবীরের হিংস্র অবতার দেখে ভক্তরা একদিকে যেমন শিউরে উঠছে, তেমনই সিটি-তালিও থামছে না। এদিন সকাꦇল থেকেই অ্যানিম্যাল ছবির বেশ কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দেন অতি উৎসাহী ভক্তরা।
কাপুর-তনয় দীর্ঘ দেড় দশকের ফিল্মি কেরিয়ারে এহেন ‘মাসি অবতার’-এ ধরা দেননি। ফাঁস হওয়ার ছবির একটি দৃশ্যে দেখা গিয়েছে সিগারেট♏ ঠোঁটে জ্বালিয়ে বাইকে চড়ে এন্ট্রি নিচ্ছেন রণবীর। অপর একদৃশ্যে ক্লাসরুমের ভিতর বন্দুক হাতে ঘোরাফেরা করত দেখা যাচ্ছে রণবীরকে।
ক্লাইম্যাক্সের অ্যাকশন-প্যাক মারপিটের অনেক দৃশ্যও স﷽োশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ফ্যানেদের মতে, ব্লকবাস্টার ছবি হতে চলেছে অ্যানিম্যাল।
এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। রণবীরের নায়িকার ভূমিরকায় রয়েছেন রশ্মিকা মন্দানা। তবে রণবীরের🐬 পাশে সবচেয়ে বেশি নজর কাড়লেন ছবির ভিলেন ববি দেওল।
বক্স অফিস বিশেষজ্ঞদের কথায়,ღ মুক্তির প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারে অ্যানিম্যাল। যা বিরাট প্রাপ্তি হবে রণবীরের জন্য। কারণ ভুললে চলবে রণবীরের এই ছবি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য। পাশাপশি ছবির দৈর্ঘ্য ৩ ঘন্টা ২১ মিনিট হওয়ায়, শো-এর সংখ্যাও কমেছে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, মুক্তির প্রথম দিন অ্যানিম্যালের হিন্দি ভার্সন দেশের বক্স অফিসে ৫০ কোটর আশেপাশে ব্যবসা করবে। যা হবে রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং। এতদিন সেই শিরোপা ছিল গত বছরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’র 𝕴(৩৬ কোটি) ঝুলিতে। দু-নম্বরে রয়েছে সঞ্জু (৩৪ কোটি)। এই পরিসংখ্যানকে নিঃসন্দেহে ছাপিয়ে ♌যাবে অ্যানিম্যাল।
এই ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে রণবীর জানান,‘আমি যে চরিত্রটা তুলে ধরব তা কঠিন এবং আপসহীন’। অভিনেতার কথায়, ‘সন্দীপের নায়কদে𒁃র যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেগুলোর কিছু অবশ্যই রয়েছে আমার এই চরিত্রেও। এখানে আমার ব্যক্তিত্ব অত্যন্ত কঠিন এবং আপসহীন। কিন্তু ও বাকিদের যে খানিকটা হলেও আলাদা, কারণ এই চরিত্রের মধ্যে কিছু জটিলতা রয়েছে, ওর চারিত্রিক গভীরতার তলটা অনেকটা গাঢ়।’