শাহরুখ-গৌরীর আলাপ দিল্লিতে। তখনও তিনি কিং খান হননি, মুম্বই এসে পৌঁছোননি। সেটা ছিল ১৯৮৪ সাল। একসময় চুটিয়ে প্রেম করার পর ১৯৯১ সালে ২৫ অক্টোবর বিয়ে করে 🐻ফেলেন শাহরুখ-গৌর💎ী। তখনও শাহরুখ বলিউড 'বাদশা' হয়ে ওঠেননি। তারপর প্রায় তিন দশক পার হয়েছে জীবনের নানান ওঠাপড়ার মধ্যে দিয়ে একসঙ্গেই রয়েছেন তাঁরা। এই প্রেম কাহিনী অনেকেই জানেন।
তবে অনেকেই হয়ত জানেন না শাহরুখ যখন গৌরীকে বিয়ে করেন, তখন শাহরুখ 'রাজু বন গয়া জেন্টলম্যান-এর শ্যুটিং করছিলেন। শাহরুখ-গৌরী মধুচন্দ্রিমা কাটাতে এসেছিলেন এই বাংলারই পাহাড়ি শহরে। তাঁদের মধুচন্দ্রিমা ক🌟েটেছে দার্জিলিঙে। কিন্তু তাও আবার পুরো সিনেমার টিম নিয়ে। সম্প্রতি সেকথাই উঠে এসেছে বিবেক ভাসওয়ানির টুইটে।
বিবেক ভাসওয়ানি টুইটে শাহরুখ-গৌরীর মধুচন্দ্রিমার ছবি পোস্ট করে লেখেন, ‘দার্জিলিঙে মধুচন্দ্রিমা যখন 🉐রাজু বন গেল জেন্টলম্যানের প্রথম একটি গানের শ্যুট হচ্ছিল। আಌমরা দিল্লি গেলাম, সেখানেই বিয়ে হল। তারপর সেখান থেকে বর-কনেকে নিয়ে সোজা দার্জিলিং। কনেকে নিয়েই গেলাম শ্যুটিং করতে।’