মুম্বইয়ে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয় প্যারেডের মাধ্যমে উদ✃যাপন করার পরে নেটমাধ্যমে হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছেন শাহরুখ খান-সৃজিত মুখোপাধ্য♏ায়রা। শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল।
শাহরুখ খান মেন ইন ব্লু নিয়ে গর্বিত
শাহরুখ খান ൩তার টুইটে লিখেছেন, ‘’ছেলেদেরꦗ এত খুশি ও আবেগপ্রবণ দেখে আমার হৃদয় গর্বে ভরে গিয়েছে। ভারতীয় হিসেবে এটা দারুণ এক মুহূর্ত, আমাদের ছেলেরা আমাদের এত উচ্চতায় নিয়ে যাচ্ছে!! সবাইকে ভালোবাসি, আমার টিম ইন্ডিয়া। আর এখন সারারাত নাচ চলুক। বয়েজ ইন ব্লু সব ব্লুজ (ক্লান্তি বা একঘেয়েমি) কেড়ে নিক! @BCCI, @JayShah এবং পুরো সাপোর্ট স্টাফদের অভিনন্দন যারা পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করেছে, যাতে আমাদের ছেলেরা উপরে উঠতে পারে।
আরও পড়ুন: ‘অনেক বড় বংশের…’, হবু জামাই আরসালানকে নিয়ে মুখ খুললেন হৃতিক প্রাক্তন সুজন খানের মা, কব⭕ে বিয়ে?
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত
টিম ইন্ডিয়া বৃহস্পতিবার ভারতে ফিরে এসেছে। ঘূর্ণিঝড় বেরিলের কারণে ব♔ার্বাডোজে আটকা পড়েন তাঁরা। ফেরার পর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর স✨ঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপর মেরিন ড্রাইভে বিশেষ রোড শো এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি উদযাপনের জন্য মুম্বই উড়ে যান।
আরও পড়ুন: রোজ ১৬ ঘণ্টা🙈 উপোস! ঘরের খাবার খেয়েই, কীভাবে ২৫ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া?
অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি তুলে পুরো রাস্তা জুড়ে জড়ো হওয়া ভক্তদের দেখান। উদযাপনের সময় খেলোয়াড়রা তেরঙ্গা দিয়ে নিজেদের মুড়ে নিয়েছিলেন। আর তা প্রত্যক্ষ করতে জমা হওয়া ভিড় ছিল দেখার মতো। গিজগিজ করছিল মানুষের মাথা। সবার মুখে তখন উল্লাস। এ যেন এক ঐতিহাসিক মুহূর্ꦅত, যা সারা জীবন থেকে যাবে স্মৃতিতে।
আরও পড়ুন: দেশে ফিরেই ভাই-বোনদের কাছে বিরাট! 🃏গোসা হল নাকি অনুষ্কার, ননদের পোস্ট🌄ে কী লিখলেন
টিম ইন্ডিয়ার জন্য সৃজিত মুখোপাধ্যায়ের পোস্ট:
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইনই ব🍸্যবহার করে নিলেন সৃজౠিত মুখোপাধ্যায় এই বিশেষ দিনে। লিখলেন, ‘পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী/ হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি/ দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে/সঙ্কটদুঃখত্রাতা/ জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা/ জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।’