খবর ছিল শাহরুখ আসছেন, আর একথা জানা মাত্রই বুর্জ খলিফায় ৩১ অগস্ট সন্ধ্যে থেকে উপচে পড়েছিল ভিড়। আশা একটাই, 'বাদশা' শাহরুখকে সামনে থেকে দেখবেন। শাহরুখ ঢুকলেন, সঙ🧜্গী সেই ব্যক্তিগত ꦅআপ্ত সহায়ক পূজা দাদলানি। দর্শকরা তখন ফোন রেডি রেখেছেন কিং খানকে লেন্সবন্দি করার জন্য।
পরনে কালো জিন্স, কালো টি-শার্ট, উপরে লাল জ্যাকেট। মঞ্চের উপর থেকে দর্শকদের উদ্দেশ্যে থামস আপ দেখালেন ‘বাদশা’। মঞ্চে তখন চলছে 'জওয়ান'-এর 'জিন্দা বান্দা' গান। কিছুক্ষণ অপেক্ষার পর মঞ্চে উঠে পড়লেন 'জওয়ান' শাহরুখ। অন🐻্যদের সঙ্গে তিনিও ছবির গানে পা মেলালেন। দর্শকাসনে তখন তুমুল উন্মাদনা। চেন্নাই-এর পর দুবাই-এর বুর্জ খলিফার মঞ্চেও আগুন ধরালেন শাহরুখ। ৫৭-র শাহরুখের এনার্জি দেখে মনে হল সত্যিই তিনি বছর ২৫-এর যুবকদেরও হার মানাবেন।
নাচের শেষে শাহরুখের মুখে শোনা গেল 'জওয়ান'-ছবির কথা। কিং খান আলাপ করালেন পরিচালক অ্যাটলি, মিউজিক পার্টনার ভূষণ কুমার, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধের সঙ্গে। এদিন শাহরুখ বলল🥃েন, বিনোদনের কোনও ভাষা, ধর্ম, জাত, রঙ কিছুই হয়। বিনোদন শুধুই বিনোদনের জন্য। এরপরই চমক দিয়ে শাহরুখ জানালেন, এদিন তাঁরা বুর্জ খলিফায় এসেছেন ছবির অ্যারাবিক গানের উদ্বোধনে।
ছবির 'ডায়ালগ' ধার করে শাহরুখ বলেন, ‘ম্যান কৌন হুঁ? ম্যান কৌন হুঁ, কৌন নেহি! পাতা নেহি, পুন্য হুঁ ইয়া পাপ হুঁ। ইয়ে খুদ সে পুছಌনা, কিঁউকি ম্য়ায় ভি আপ হুঁ।’ এই মঞ্চে ডাকলেন ছবি অ্যারাবিক গানের গায়ক-গায়িকা দম্পতি গ্রিনি এবং জবিনা।