কাতারে বসেছিল এবারের এশিয়ান কাপ ফাইনালের আসর। সেখানেই মুখোমুখি হয়েছিল কাতার এবং জর্ডন। এই প্রথম ফাইনালে পৌঁছল জর্ডন। আর 🦹সেই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ দেখতেই এদিন সোজা কাতারে হাজির হন শাহরুখ খান।
কাতারে এশিয়ান কাপ ফাইনাল দেখতে শাহরুখ
২০২৩ সালটা শাহরুখ খানের দুর্দান্ত কেটেছে। প্রায় চার বছর পর কামব্যাক করে লাগাতার হিট দিয়েছেন তিনি। গত বছর মুক্তি পাওয়া তাঁর পাঠান, জওয়ান এবং ড🦄াঙ্কি তিনটিই ব🥂্লকবাস্টার হিট। এমনকি বক্স অফিসের সব রেকর্ড ভাঙচুর করেছে এই ছবিগুলো। ২০২৪ সালে এখনও পর্যন্ত তিনি তাঁর কোনও কাজেরই আপডেট দেননি। তবে তার আগেই তাঁকে কাতারে দেখা গেল। ফুটবল ম্যাচ দেখতে এদিন তিনি সেই দেশে হাজির হয়েছিলেন।
আরও পড়ুন: 'আমি একজন মেয়ে হয়ে...' বিবাহিত সত্যজিৎকে ভালোবেসেছিলেন মাধবী! তবুও কেন ꩵদূরে গিয়েছিলেন 'চারুলতা'?
সকলেই জানেন অভিনয়ের ಞপাশাপাশি শাহরুখ খেলাধুলো ভীষণই ভালোবাসেন। ক্রিকেট হোক বা ফুটবল এই সব বিষয়ে দারুণ আগ্রহ তাঁর। আর সেই জন্যই এদিন তাঁর ম্যানেজার পূজা দাদলানি এবং গোটা পিআর টিমের সঙ্গে কাতারে যান এশিয়ান কাপ ফাইনাল দেখার জন্য।
তিনি মাঠে বসেই জর্ডন ভার্স✨েস কাতারের এই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ দেখ♒তে চেয়েছিলেন। এদিন এই ফাইনাল অনুষ্ঠিত হয় লুসেইল স্টেডিয়ামে। আর সেখানকার কিছু ভিডিয়ো এবং ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
শাহরুখ খানকে এদিন একটি সাদা টিশার্টের সঙ্গে হালকা হলুদ রঙের প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে তাঁর চেনা লুক অর্থাৎ ঝুঁটি বাঁধা ছিল। চোখ ছিল রোদ চশমা। তবে এদিন তিনি মাঠে বসে কোন দলকে সমর্থ🔜ন করেছেন সেটা ঠিক স্পষ্ট নয়। তবে তিনি আসায় সকলেই যে বেজায় খুশি♛ সেটা বলাই যায়।
আরও পড়ুন: 'সবটাই না▨টক', ইন্ডিয়ান আইডলে প্রতিযোগীর জুতো হাতে তুলে দিলেন সুখবি✃ন্দর সিং! কী বলছে ক্ষুব্ধ দর্শকরা?