রেষারেষি পেরিয়ে এখন বলিউডের খান-দানের বন্ডিং বেশ মজবুত। তবে একটা সময় শাহরুখ-আমিরের মুখ দেখাদেখিও বন্ধ ছিল। একটা সময় আমির বলে বসেছিলেন, ‘শাহরু𓃲খ আমার পা চাটছে…’। সেই শাহরুখ নাকি আমিরের পোষা কুকুরের নাম ছিল। শাহরুখও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মিস্টার পারফেকশানিস্টকে 'ছিছোড়ে’ বলে বসেন।
এবার এই দুই পরিবারের প্রতিদ্বন্দ্বিতার পুরোনো ইতিহাস সামনে এল যা আপনাকে চমকে দেবে। আপনি কি জানেন শাহরুখ খানের বাবা, প্রয়াত মীর তাজ মোহাম্মদ খান ভোটে লড়েছিল🐻েন আমিরের দাদুর꧂ বিপক্ষে! গল্প নয়, একদম সত্যি।
তাজ মহম্মদ খান কোনও ভোট পাননি
অমর উজ﷽ালার ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, ১৯৫২ সালে গুরগাঁওয়ে (বর্তমানে গুরুগ্রাম) প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৫৭ সালে দেশের দ্বিতীয় লোকসভা নির্বাচনে কংগ্রেসের আবুল কালাম আজাদ পেয়েছিলেন ১,৯১,২২১ ভোট এবং তাঁর প্রতিদ্বন🌄্দ্বী বিজেএস প্রার্থী মূলচাঁদ পেয়েছিলেন ৯৫,৫৫৩ ভোট। মজার বিষয় হল, নির্দল প্রার্থী হিসাবে শাহরুখের বাবা, তাজ মোহাম্মদ খান একটি ভোটও পাননি। কংগ্রেসের জয়ী সাংসদ কংগ্রেসের আবুল কালাম আজাদ ছিলেন আমিরের মা জিতান হুসেনের জেঠু। সেই সূত্রে দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৌহিত্র হন আমির খান।
'সুতরাং প্রতিদ্বন্দ্বিতা বংশপরম্পরায় চলছে'
এক্স অ্যাকাউন্ট পপ বেসের একটি পোস্টে জানতে চাওয়া হয়, ‘আপনার প্রিয় সেলিব্রিটি ফ্যাক্টের কথা বলুন’। এর উত্তরে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, 'শাহরুখ খানের বাবা ১৯৫৭ সালে গুরগাঁও থেকে লোকসভ𒁃া নির্বাচনে আমির খানের দাদু কালাম আজাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর প্রতিক্রিয়ায় এক ব্যক্তি টুইট করেছেন, 'তাহলে প্রতিদ্বন্দ্বিতা প্রজন্মগত... বাহ।
সোমবার, টুইটটি রেডিটে শেয়ার করা হয়েছিল এবং তখন থেকে প্রচুর প্রতিক্রিয়া আকর্ষণ করেছে। কেউ মজা করে লিখেছেন, ‘দুজনের (শাহরুখ ও আমির খান) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জন্মেরও আগে থেকেই ꦍছিল। আমি এখন বুঝতে পারছি কেন এই দুজন একে অপরকে পছন্দ করে না’।
যদিও আমির এবং🍨 শাহরুখ তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি কথা আজকাল বলেಞন না। সম্প্রতি জামনগরে আম্বানি পুত্রের প্রাক-বিবাহ উৎসবে সলমনে সাথে মঞ্চে একসাথে পারফর্ম করতে দেখা গেছে শাহরুখ-আমিরকে। তবে দুজনের ঠাণ্ডা যুদ্ধের চর্চা প্রায় তিন দশক ধরে চলছে।
এই ঘটনার প্রকাশ্যে আসার পর অনেকেই শাহরুখকে কটাক্ষ করেন। একজন বলল, ‘বাহ, তাহলে শাহরুখের পরিবার অবশ্যই ধনী ছিল, কারণ নির্বাচন চালাতে প্রচুর অর্থের প্রয়োজন♕।’ আরেকজন লিখে♐ছেন, ‘শাহরুখ প্রিভিলেজড ছিল, সহানুভূতির জন্য ভুয়া পিআর স্টোরি’ সামনে আনেন।'
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত'ডাঙ্কি' ছবিতে শেষবার দেখা গিয়েছে শাহরুখ খানে। বর্তমানে তিনি সুজয় ঘোষের পরিচালনায় 'কিং' সিনেমার ক🦩াজ করছেন বাদশা, এই ছবিতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন তিনি। আমিরকে শেষবার ২০২২ সালে 'লাল সিং চাড্ডা' ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। তিনি এখন💯 সীতারে জমিন পর ছবি নিয়ে ব্যস্ত।