কিছুদিন আগে সুব্রা♕মণিয়াম স্বামী জানিয়েছিলেন শাহরুখ খান নাকি কাতার থেকে প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারদের ছাড়িয়ে আনতে সাহায্য করছিলেন। কিন্তু মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে কিং খানের তরফে জানিয়ে দেওয়া হল তিনি এমনটা কিছুই করেননি। তাঁর এসবে হাত নেই।ꦚ
প্রাক্তন নৌসেনা অফিসারদের ছড়ানোয় হাত নেই শাহরুখের
বিজেপি নেতা সুব্রামণিয়াম স্বামী কিছুদিন আগে জানিয়েছিলেন যে কাতারে যে প্রাক্তন নৌসেনা অফিসাররা আটকে আছেন তাঁদের উদ্ধার করে আনতে সাহায্য করেছেন শাহরুখ খান। তাঁর প্রচেষ্টা, উদ্য෴োগ এব𝔉ং মধ্যস্থতাতেই এই ঘটনা সম্ভব হয়েছে বলেই তিনি দাবি করেন। কিন্তু মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি একটি বিবৃতির মাধ্যমে শাহরুখ খানে জানিয়েছেন এই তথ্য ঠিক নয়।
আরও পড়ুন: ফুরিয়ে এল 'ফাইটার'-এর লড়াই! স𝔉োমবার ঘরে কত তুলল শাহিদের ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’
আরও পড়ুন: কলকাতায় বিগ বস জয়ী মুনাওয়ারের সঙ্গে হিনা! শুটের ফা🌊ঁকে কচুরি-আলুরদম-জিলিপি দিয়ে মহাভোজ!
এদিন শাহরুখের ম্যানেজার পূজা দ🅰াদলানি সেই পোস্ট তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে লেখা আছে, 'সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে যে শাহরুখ খানের একটি বড় ভূমিকা আছে কাতার থেকে প্রাক্তন ভ👍ারতীয় নৌসেনা অফিসারদের ছাড়িয়ে আনায় সেটা ভুল। মিস্টার শাহরুখ খান জানিয়েছেন এমন কোনও ঘটনা ঘটেনি, আর এই ধরনের কাজ সম্পূর্ণ ভাবে ভারত সরকারের অফিসারদের করার কথা। তিনি এই বিষয়ে যুক্ত থাকার দাবি অস্বীকার করেছেন।'
একই সঙ্গে সেখানে লেখা হয় যে ' দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক এবং অন্যান্য বিষয় অতি দক্ষতার সঙ্গে দেশের নেতারাই সামলান। এখানে শাহরুখের হাত নেই। তবে অন্যান্য ভারতবাসীদের𓂃 মতো তিনিও খু𝔉শি এই প্রাক্তন নৌসেনা অফিসাররা ভারতে ফিরে আসায়।'
প্রসঙ্গত কিছুদিন আ♊গে এশিয়ান কাপের ফাইনাল ম্যাচ দেখতে কাতার গিয়েছিলেন শাহরুখ খান। তারপরই এই রটনা রটে যায়। এই ফুটবল ম্যাচের ফাইনালে মুখোমুখি হয়েছিল জর্ডন এবং কাতার। সেখানে মাঠে বসে এই হাইভোল্টেজ ম্যাচ দেখেন কিং খান। জানা গিয়েছে তিনি কাতারের একটি গয়নার এক্সিবিশনেও গিয়েছিলেন।
আরও পড়ুন: প্রথম ঝলকেই বাইক নিয়ে খে﷽ল 'সারফিরা' অক্ষয়ের, কবে আসছে সুপারহিট সুরারাই পত্তরুর হিন্দি রিমেক?