দিনটা ছিল ২ মার্চ, অনন্ত আম্বানি-রাধিকা মাওর্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের মঞ্চে একপ্রকার আগুন লেগেছিল। সেদিন বিরল দৃশ্যে সাক্ষী ছিলেন উপস্থিত অতিথিরা। সেদিন একই মঞ্চে, একই গানে, একসঙ্গে ꧃পারফর্ম করেছিলেন শাহরুখ-সলমন-আমির, বলিউডের তিন সুপারস্টার। গত ৩০ বছর ধরে কমবেশি একইভাবে হিন্দি সিনেমার ইতিহাসে রাজত্ব করে চলেছেন এই তিন তারকা। সম্প্রতি তিন খানকে নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন কোরিওগ্রাফার আহমেদ খান।
আহমেদ খানের কথায়, তিন খানের কেউই দারুণ ডান্সার নন। তবে তাঁরা জানেন কীভাবে নিজস্ব অনন্য শৈলীর মাধ্যমে নাচ করে মন জিতে নিতে হয়। O2 ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ খান বলেন, যে সলমনে ব্যক্তিত্ব ওঁর কাজের থেকে অনেক বড়। আহমেদ ‘কিক’ ছবির ‘জুম্মে কি রাত’ গানে কোরিওগ্রাফি করার কথা স্মরণ করেন। বলেন, ‘আমি সলমনকে এমন একটা পদক্ষেপের কথা বলেছিলাম, যেখানে ওঁকে নিজের কলার তুলতে হয়েছিল। আপনি অন্য অভিনেতার এটা বলতে পারবেন না, কারণ এটা ভাল করলেও দর্শকরা প্রশ্ন করবে ওঁরা কেন এমনটা করছেন? এটা একমাত্র সলমনের ব্যক্তিত্বের সঙ✅্গেই যায়, আর এটা দর্শকদের উপর প্রভাব ফেলে।’
শাহরুখের কথা বলতে গিয়ে আহমেদ খান বলেন, ‘শাহরুখ খুবই মোহনীয় একটা চরিত্র। উনি সবকিছুর জন্য ঝাঁপ🍌িয়ে পড়তে পারেন। আমি শাহরুখের একটা গানে ক্লাউন (ভাঁড়)-এর মতো সাজিয়েছিলাম। ইয়েস বস-এর চাঁদ তারে-গানে শাহরুখকে আকাশের দিকে পপকর্নের একটা বালত𒉰ি ছুড়ে দিতে হয়েছিল, আর সেগুলি মুক্তোর মতো ছড়িয়ে পড়েছিল। আর সেই দৃশ্য়েই শাহরুখের সেই মোহনীয়তাই শেষ কথা ছিল।’
আমির খানের কথা বলতে গিয়ে, তিনি বলেন আমির সবরকম চরিত্রে দিব্যি অভিনয় করতে পারেন। রঙ্গিলা-তে আমির একজন টাপোরি চরিত্রে অভিনয়🎉 করেছেন, আবার ‘গজনী’তে আমি মাল্টি-মিলিওনিয়ারের চর🔴িত্রও অভিনয় করেছেন। আমির সবকিছুতেই ফিট।'
আহমেদ খানের কথায়, ‘শাহরুখ, সলমন আমির কেউই 💝দুর্দান্ত নৃত্যশিল্পী নন তবে তাঁরা জানেন কী করতে হবে? কীভাবে একটা নির্দিষ্ট গানের জন্য পারফর্ম করতে হবে। দর্শকরা কী পছন্দ করবে। তাঁরা তাঁদের ব্যক্তিত্ব ও বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে পারফর্ম করে। তারা কখনই বলবেন না যে তাঁরা কী করতে চান। আপনি যেটাই করাবেন, তাঁরা সেটাই তাঁদের নিজস্ব স্টাইলে তুলে ধরবেন।’