মহারাষ্ট্রের সোলাপুর, সেখানে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন প্রণীতি শিন্ডে। বৃহস্পতিবার তাঁরই হয়ে ভোটপ্রচারে নেমেছিলেন যিনি, তাঁকে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। এক ঝলক দেখেই তাঁকে মনে হ🌊বে, একী শা𒅌হরুখ নাকি?
আজ্ঞে নাহ, তিনি কিংখান শাহরুখ নন। তব⛄ে অবিকল তাঁরই মতো দেখতে এক ব্যক্তি। শাহরুখ আর তাঁকে পাশাপাশি দাঁড় করিয়ে দিলে কোনটা আসল, আর কোনটা𒊎 নকল তা চিনতে গিয়ে হোঁচট খেতে হবে। সোলাপুরে কংগ্রেস প্রার্থী প্রণীতি শিন্ডের হয়ে অবিকল শাহরুখ খানের মতো দেখতেব্যক্তির প্রচারের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
আর বিরোধী দল কংগ্রেসের এমন কাণ্ডে বেজায় চটে বিজেপি। গেরুয়া শিবির এটাকে কংগ্রেসের 'কেলেঙ্কারি' বলে অভিহিত করেছে। ভারতের নির্বাচন কমিশন এবং শাহরুখ খানকে এক্স-এ ট্যাগ করে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা নির্বাচনী প্রচারণা সম্পর্কে কিছু পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘ভাবুন একবার যে দলটি এতদূর যেতে পারে, মানুষকে এত নির্লজ্জভাবে প্রকাশ্যে বোকা বানাতে পারে। ভুয়ো🥀 সমীক্ষা চালানো, ভুয়ো ভারত বিরোধী বয়ান তৈরি করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেলিব্রিটিদের ডিপ ফেক তৈরি করা, সবই করেছে এরাঁ। আর এখন এই ঘটনা। এখন আপনারা বুঝতে পারছেন কেন এই দল ইভিএমকে দোষারোপ করছে।'
আরও পড়ুন-উলুধ্বনি হল, ছেলেকে সামনে রেখেই মালাꦿবদল, শুভদৃষ💃্টি হল রাতুল-রূপাঞ্জনার
আর♌ও পড়ুন-৬ বছ🐲রের ছোট বরের সঙ্গে শুভদৃষ্টিতে লাজুক রূপাঞ্জনা, দেখুন বিয়ের নানান মুহূর্ত…