রাষ্ট্রপতি ভবনে দেখানো হতে চলেছে শাহরুখের 'ডাঙ্কি'। ২৪ ডিসেম্বর রয়েছে 'ডাঙ্কি'-র এই বিশেষ স্ক্রিনিং। এম👍নটাই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এই কমেডি ছবিটি অবৈধ অভিবাসন সমস্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা সত্যিই একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তাই এই ছবি সংসদীয় কর্তৃপক্ষের অবশ্যই দেখা উচিত বলে মনে করা হচ্ছে। আর এই কারণেই রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে ‘ডাঙ্কি’র বিশেষ প্রদর্শন।
ANI সূত্রে খবর, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ডাঙ্কি’র বিশেষ প্রদর্শনের সময় উপস্থিত থাকতে পারেন ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী। অনেকেরই দাবি, এই ছবিতে এমন একটা সমস্যার কথা উঠে এসেছে যা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই এই ছবি প্রত্যেকেরই𝔍 দেখা উচিত। এদিকে ইতিমধ্যেই শাহরুখ অনুরাগীরা 'ডাঙ্কি'কে করমুক্তি (TAX FREE)র দাবি তুলেছেন।
আরও পড়ুন-পিয়ার সঙ্গে আবারও একটা 'বড়দিন', রিসেপশনের আগে Look-টাই বদলে ফেললেন পরম𒈔ব্রত
আরও পড়ুন-‘ঠ𝕴িক যꦆেন ষোড়শী’! ইউনিফর্ম পরে আরও একবার স্কুলের দিনগুলিতে ফিরলেন শ্রীলেখা