২০২৪ সালের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের জন্য যে ছবিগুলো মনোনীত হয়েছে তার মধ্যে জায়গা অর্জন করে নিয়েছে শাহরুখ খানের জওয়ান। ২০২৪ সালের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডের সম্পূর্ন নমিনেশনের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সম্প্রতি। সেখানে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে স্থান পেয়েছে শাহরুখ খা♔ন, নয়নতারা, বিজযꦺ় সেতুপতি অভিনীত এই ছবিটি।
হলিউডি পুরস্কারের জন্য মনোনীত জওয়ান
হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্সের তরফে সম্প্রতি এই নমিনেশ𝔍নের তালিকাটি প্রকাশ্যে আনা হয়েছে। আর সেখানে জায়গা অর্জন করে নিয়েছে বার্বি, ওপেনহাইমার, স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স, কিলার অব দ্য ফ্লাওয়ার মুন, ইত্যাদি ছবি। তবে সেরা আন্তর্জাতিক ফিচার ছবির বিভাগে জওয়ানের সঙ্গে টক্কর জমবে ফ্রান্সের ছবি অ্যানাটমি অব এ ফল, দক্ষিণ কোরিয়ার কংক্রিট ইউটোপিয়া, ফিনল্যান্ডের ফলেন লিভস, জাপানের পারফেক্ট ডেজ, স্পেনের সোসাইটি অব দ্য স্নো, ফ্রান্সের দ্য টেস্ট অব থিংস, ইত্যাদির।
এই তালিকায় জওয়ান জায়গা করে নেওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন জওয়ান এবং শাহরুখ ভক্তরা। এক ব্যক্তি কমেন্ট করেন, 'জওয়ান ভারতকে বিদেশেও গর্বিত করছে।' আরেকজন লেখেন, 'নিন্দুকরা নিন্দে করবে, কিন্তু ♔অ্যাটলဣি স্যারের ছবি গোটা দেশকে গর্বিত করছে।' অনেকেই আবার শাহরুখ এবং অ্যাটলিকে তাঁদের পোস্টে মেনসন করে শুভেচ্ছা জানিয়েছেন এই তালিকায় স্থান পাওয়ার জন্য।
আরও পড়ুন: কেন⛄ কান্নায় ভেঙে পড়েছিলেন অ্যানিম্যালের প্রশংসা শুনে, মনের কথা ♑জানালেন ববি দেওল
অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড প্রসঙ্গে
২০১৬ সালে এই হলিউড ক্রিয়েটিভ অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীকালে ২০১৯ সালে নাম বদলে হয় হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন। ২০২৩ স💛ালে পুনরায় রিব্র্যান্ডিং করেন তাঁরা এবং এটিকে অ্যাস্ট্রা অ্যাওয়ার্ড নামে ঘোষণা করা হয়। ২০২৪ এর ২৬ ফেব্রুয়ারি এবারের এই পুরস্কার দেওয়া হবে। লস অ্যাঞ্জেলেসে দেওꦆয়া হবে এই পুরস্কার।