𝓰 জোর ভয় পাইয়েছেন অজয় দেবগন এবং আর মাধবনের ছবি শয়তান। তবে পাশাপাশি বক্স অফিসে জাঁকিয়ে ব্যবඣসাও করছে এটি। মাত্র তিনদিনেই ৫০ কোটির গণ্ডি টপকে গিয়েছে শয়তান। রবিবার ঘরে কত তুলল বিকাশ বহেলের এই ছবিটি?
শয়তান ছবির বক্স অফিস কালেকশন
গত ৮ মার্চ মুক্তি পেয়েছে শয়তান। এই ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। অজয় দেবগন, আর মাধবন অভিনীত এই ছবিটি ভারতীয় বক্স অফিসে মুক্তির পর থেকেই ভালো ব্যবসা করছে। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী এই ভৌতিক ছবিটি বক্স অফি💎সে ৫৩ কোটি টাꦗকা আয় করেছে তিন দিনে।
শয়তান ছবিটি প্রথম দিন ভারতীয় বক্স অফিসে ১৪.৭৫ ꦉকোটি টাকা আয় করেছে। শনিবার সেটা এক লাফে অনেকটা বেড়ে হয় ১৮.৭৫ কোটি টাকা। রবিবার আয়ের পরিমাণ আরও খানিকটা বেড়ে হয় ২০ কোটি টাকা। ফলে তিন দিনে এই ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি টাকায়। রবিবার হিন্দিতে এই ছবির অকুপেনসি ছিল ৩৬.২৪ শতাংশ।
শয়তান প্রসঙ্গে
শয়তান ছবিটির পরিচাল💎না করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিয়োজ নিবেদন করেছে এই ছবিটির। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। এটি আদতে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ব্যাস। শয়তান ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।
আরও পড়ুন: 'ইনফেকশন হলে যেমন কেটে বাদ🌱 দিতে হয়...' ছোট্ট ওশই পিঙ্কিকে সাহস জোগায় কাঞ্চনকে ডিভোর্স ﷽দিতে!
অজয়ের অন্যান্য প্রজেক্ট
অজয় দেবগনকে আগামীতে ময়দান ছবিতে দেখা যাবে। এখানে অজয় দেবগন ছাড়াও আছেন গজরাজ রাও, প্রিয়মণি প্রমুখ। দেখা মিলবে একাধিক বাংলা তারকাদের। আছেন আরিয়ান ভৌমিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ। এটি ইদের দিন মুক্তি পাবে। এপ্রিল মাসে অজয়ের ময়দানের সঙ্গে মুখোমুখি হবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়া 𓆏ছোটে মিয়া।