এবার আর ছোটো পর্দায় নয়, বড় পর্দায় হাজির হতে চলেছে ‘শক্তিমান’। শুধু একবার নয়, ছেলেবেলার সুপারহিরোকে নিয়ে কমপক্ষে তিনটি সিনেমা তৈরি করা হবে। সেজন্য ইতিমধ্যে একটি প্রয়োজক সংস্থার সঙ্গে সইসাবুদের পর্ব মিটে গিয়েছে। সে কথা জানিয়েছেন খোদ ‘𓆉শক্তিমান’ মুকেশ কুমার।
ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি বলেন, ‘এখন বিশ্বকে বলার সময় এসে গিয়েছে যে শক্তিমান আবারও অবতরণ করছে। হ্যাঁ, শক্তিমানের বন্ধুরা, আমি সরকারিভাবে বলছি যে আমি শক্তিমান ২ নিয়ে আসছি। টিভি চ্যানেল বা ওটিটিতে নয়, ট্রিলজি হিস🎃েবে তা বড় পর্দায় (আসছে)।’
তাঁর দাবি, শাহরুখ খানের ‘রা.ওয়ান’ এবং হৃতিক রোশনের ‘ক্রিশ’-কেও ছাপিয়ে যাবে নয়া ‘শক্তিমান’। তিনি বলেন, ‘ক্রমশ আমরা বিভিন্ন তথ্য সামনে আনব। আপাতত এটা বলতে পারি যে এই বিশাল ক🅠াজকে বাস্তবায়িত করার জন্য একটি বড় প্রয়োজক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছি। এটা বলতে পারি, যা হবে, তা ক্রিশ, রা.ওয়ানকেও ছাপিয়ে যাবে। আমরা শক্তিমানের জন্য উপযুক্তও বটে।’
উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ডিডি ওয়ানে ‘শক্তিমান’-এর সম্প্🧜রচার হত। ২০১১ সালে ‘শক্তিমান’-এর অ্যানিমেটেড স💜িরিজ আনা হয়েছিল। দু'বছর পর এসেছিল টেলিফিল্ম ‘হামারা হিরো শক্তিমান’। সেখানে ‘শক্তিমান’ হয়েছিল মুকেশ কুমার। জুনিয়র ‘শক্তিমান’ হয়েছিলেন উদয় সচদেব। ইতিমধ্যে ‘শক্তিমান’-কে নিয়ে থ্রি-ডি অ্যানিমেটেড সিরিজ তৈরিরও ঘোষণা করা হয়েছে।