সারাজীবন গানই ছিল তাঁর সঙ্গী। গান ছিল তাঁর সাধনা। জীবনের শেষদিনেও গানকে বুকে করে আঁকলে নিয়েই চলে গেলেন পদ্মভূষণ প্রাপ্ত গায়িকা সারদা সিনহা। ছটপুজোর গানের জন্য দারুণ জনপ্রিয় ছিলেন এই লোকসঙ্গীত শিল্পী। 'বিহার কোকিলা' বলা হত তাঁকে। সম্প্রতি হাসপাতালের মৃত্যুশয্যায় থেকে ভাইরাল হয়েছে সারদা সিনহꦦা-র একটি ভিডিয়ো। যা দেখে চোখে জল সঙ্গীতশিল্পীর বহু অনুরাগীর।
কী আছে সেই ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সঙ্গীতশিল্পী সারদা সিনহা। তাঁর নাকে নল লাগানো। সেই অবস্থাতেও শুয়ে শুয়ে গান গাইছেন শিল্পী। যা দেখে অভিভূত তাঁর অনুরাগীরা। ভিডিয়োটি গানটি স্পষ্ট না বোঝা গেলেও। মৃত্যুশয্যায় সারদা সিনহা যে গানটি গাইছিলেন, সেটিও ছটপুজো গান বলেই জা🌺না যাচ্ছে।
আরও পড়ুন-ঝিকিমিকি আলোয় কৌশানির 'ডাকাতিয়া বাঁশি'তে চন্দননগরে✱র মণ্ডপে চলছে নাচ🐼, শিবপ্রসাদ লিখলেন…