সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’। প্রাকাশ্যে এল ছবির ট্রেলার। মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বের কথা🐻ই বলবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের আসন্ন ছবি। বাঘ, প্রকৃতি ও পঙ্কজ ত্রিপাঠী নিয়েই সৃজিতের তৃতীয় হিনꦑ্দি ছবি। ২ মিনিট ২২ সেকেন্ডের জমজমাট ট্রেলার।
‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিতে মুখ্য চরিত্রꦑে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবিতে পঙ্কজের সঙ্গে সায়নি গুপ্তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। রয়েছেন অভিনেতা নীরজ কবিও। ডুয়ার্সের জঙ্গলে বাঘের খপ্পড়ে পড়ার গল্প উঠে আসবে ছবির চিত্রনাট্যের মাধ্যমে।&n🧸bsp;
ছবিতে এক সাধারণ গ্রামের মানুষের চরিত্রে পঙ্কজ। ইউপি-নেপাল বর্ডারের কুখ্যাত টাইগার রিজার্ভ পিলিভিটের পাশের গ্রামের বাসিন্দা গঙ্গারাম। টাইগার রিজার্ভের কাছে বাঘের হামলায় মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার সরকারি নিয়ম রয়েছে।কিন্তু তা থেকে বঞ্চিতই থেকে যায় গ্রামের ꦉমানুষ। সরকারের থেকে টাকা চাই। তাই গ্রামের ২০০ মানুষের জন্য বাঘের মুখে প্রাণ দিতে রাজি পঙ্ꦉকজ। অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি ২০০ বাচ্চার বাবা!’ এরপর কী? দেখুন ট্রেলার-
নেপাল সীমান্তে ৬০২ কিমি অঞ্চলজুড়ে এক ব্র্যঘ্র প্রকল্প রয়েছে। যেখানে বাঘের সংখ্যা প্রায় ৫০-এর বেশি। সরকারি নিয়ম অনুযায়ী, জঙ্গলের বাইরে বাঘের আক্রমণে কোনও এলাকাবাসী মারা গেলে, মৃতের পরিবার ১০ লক্ষ টাকা করে পাবে। সেই টাকার আশাতেই নাকি বহু দুঃস্থ পরিবার তাঁদের বৃদ্ধ কিংবা অসহায় কোন🌳ও পরিবারের সদস্যকে জঙ্গলে ছেড়ে আসত।
পেটের দায়ে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ ও প্রকৃতির দ্বন্দ্ব এসব আবর্তিত হয়ে এগোবে ছবির গল্প। ডুয়ার্সের জঙ্গল, গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ির বিভিন্ন অঞ্চলে হয়েছে এই ছবির শ্যুটিং। ‘বেগমজান’, ‘সাবাশ মিঠু’র পর এটা সৃজিতের তৃতীয় হিন্দি ছবি। ২০২২ সালের ২২ জুন সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি🎃।