ﷺ এবার পুজোয় মুক্তি পেতে চলেছে বহুরূপী। উইন্ডোজ হাউজের এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি চক্রবর্তী প্রমুখকে। এবার জানা গেল এই ছবি মুক্তির আগেই নাকি লক্ষ্মীলাভ করে ফেলেছে।
কী ঘটেছে?
﷽দুর্গাপুজোর সময় মুক্তির আগে টুকটুক করে ট্রেলার সহ একটার পর একটা গান মুক্তি পাচ্ছে বহুরূপী ছবিটির। ইতিমধ্যেই শিমুল পলাশ, আজ সারা বেলা মুক্তি পেয়েছে। দুটি গানই ভালো সাড়া পেয়েছে দর্শকদের থেকে। তবে সদ্যই মুক্তি পেয়েছে ডাকাতিয়া বাঁশি। মাত্র একদিন বিপুল ভিউজ পেয়েছে গানটি। এটি একটি র্যাপ সঙ্গীত তাও আবার বাংলায়। ফলে স্বাভাবিক ভাবেই বিষয়টা শ্রোতাদের নজর কেড়েছে। আর এই গানের জন্যই লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ হল সিনেমার নির্মাতাদের।
✱জানা গিয়েছে এই ছবির গানের স্বত্ব ৫০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'বহুরূপী ছবিটির গানের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ লাখ টাকায়। আমার বস ছবিটির স্বত্বও বিক্রি হয়ে গিয়েছে। জঙ্গলি মিউজিক কিনেছে এর স্বত্ব। আগামী বছর যে দুটো ছবি মুক্তি পাবে সেগুলোর গানের স্বত্বও বিক্রি হয়ে গিয়েছে।' এত বিপুল মূল্যে গানের স্বত্ব তাও এমন এক কঠিন সময় বিক্রি হওয়ায় যারপরনাই আনন্দিত শিবপ্রসাদ।
বহুরূপী ছবিটির প্রসঙ্গে
🤡বহুরূপী ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবিতে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানি চক্রবর্তী প্রমুখ। সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে ছবিটি। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এটি।
♋বক্স অফিসে বহুরূপী ছবিটির সঙ্গে টক্কর জমবে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা, অরিন্দম শীলের একটি খুনির সন্ধানে মিতিন, পথিকৃৎ বসুর শাস্ত্রী ছবিগুলোর সঙ্গে।