এবার উইনডোজ প্রোডাকশনের পুজোর ছবি 'বহুরূপী' ব্লকবাস্টার। এখ⛎নღও সাফল্যের সঙ্গে গোটা দেশের বিভিন্ন সিনেমাহলে চলছে এই ছবিটি। এই মুহূর্তে 'বহুরূপী'তে মুগ্ধ সিনেপ্রেমীরা। দুর্গাপুজো পার করে জগদ্ধাত্রী পুজো এসেছে, তবু লোকজনের মধ্যে থেকে 'বহুরূপী' জ্বর কাটেনি। কলকাতার দুর্গাপুজোর পর এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও মানুষের মন মজল ‘ডাকাতিয়া বাঁশি'র সুরে…।
ঘটনাস্থলে চন্দননগরের বাগবাজার। সেখানকার একটা পুজো মণ▨্ডপে রবিবার রাতভর চলল 'বহুরূপী'র ‘ডাকাতিয়া বাঁশি' গানটি। সেই গানের সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সেই ভাইরাল স্টেপ অনুসরণ করে নাচলেন অগণিত মানুষ। সেসময় মণ্ডপে ছিল ভয়ানক ভিড়। আর পুজো মণ্ডপে লাগানো রং-বেরঙের লাইটের কারুকাজের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল বহু মানুষকে। অনেকেই সেই মুহূর্তটি মোবাইল ক্যামেরায় লেন্সবন্দি করলেন।
চন্দননগরের বাগবাজারের সেই পুজো মণ্ডপের দৃশ্যটিই উঠে এসেছে পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ফেসবুকের পাতায়। ভিডিয়োটি পোস্ট করে শিবপ্রসাদ লিখেছেন, ‘গতকাল রাত। চন্দননগর। জগদ্ধাত্রী পুজো। ডাকাতিয়া বাঁশির সুরে মেতে উঠল শহর। এখন ইন্সটাগ্রামে ১ লাখ রিল্স ছুঁইছুঁই আর ফেসবুকে ৫০ হাꦚজার রিল্স। ইউটিউবে ভিউ চল্লিশ লাখের কাছাকাছি।কৌশানীর নাচের সাথে তাল মিলিয়েছে অগন্তি মানুষ। বনি চক্রবর্তী, শ্রেষ্ঠা দাস আর🌊 ননীচোরা দাস বাউলের হাত ধরে এলো এবছরের সবচেয়ে জনপ্রিয় গান। জীবনের প্রথম প্লেব্যাক ব্লকবাস্টার, সাব্বাশ।’
আরও পড়ুন-'লোকে দেখবে আর জ্বলবে…', অভিষেকꦏের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন! আগুনে ঘি ঢাললেন নিমরত