গত মাসে পুজোর ঠিক মুখেই মুক্তি পেয়েছিল বহুরূপী। মুক্তির পর থেকেই দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে ছবির সু🦩খ্যাতি। আর বাকিটা বক্স অফিস কালেকশন বলে দিয়েছে। ইতিমধ্যেই প্রায় ১৬ কোটির♚ দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বহুরূপীর আয়। সেই প্রসঙ্গে কী বললেন শিবপ্রসাদ?
বহুরূপী নিয়ে কী জানালেন শিবপ্রসাদ?
এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা, পরꦅিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'পুরো মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। মনে হচ্ছে স𒐪্বপ্নটা আরও কিছুদিন চলুক।আমি কখনই ভাবিনি যে আমি দেখব যে আমার এন্ট্রিতে লোকজন সিটি দিচ্ছে, হাততালি দিচ্ছে।'
তিনি এদিন আরও জানান যে বর্তমানে বহুরূপী ছবিটির বক্স অফিস কালেকশন দাঁড়িয়ে আছে ১৫ করি ৮৪ লক্ষ টাকায়। তাঁর আশা এই উইকেন্ডে ১৬ কোটির গণ্ডি টপকে যাবে ছবিটি। সেই আশা থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, 'দুঃখ একটাই জিনিস নিয়ে হচ্ছে। রেকর্ড ব্যবসা করার পরও শো কোন গেল। হল মালিকদেরও কিছু করার নেﷺই, ওঁরাও বা কী করে জানবেন যে বহুরূপী এমন ব্যবসা করবে। কিন্তু মনে হচ্ছে বহুরূপী আরও কিছুদিন চললে অনেকটা যেতে পারত।'
তিনি এদিন আরও বলেন, 'আমার মতে এই রাজ্যে একটা পলিসি হওয়া উচিত ছবি নিয়ে। আমরা তো🅘 বারবার বহুরূপী তৈরি করতে পারব নাম যেমনটা রমেশ সিপ্পি একবারই শোলে বানিয়েছিলেন। সেখান থেকেꦑই এই দুঃখটা।'
আরও পড়ুন: রীতিমত গবেষণা করে তথ্য জোগাড় করেই শাহরুখকে খুনের হুমকি আইনজীবীর! ফোন পরীক্ষা করে 𒁏জানল পুলিশ
প্রসঙ্গত নভেম্বর মাসের শেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুরূপী ছবিটি। অন্যদিকে আগাম🐼ী ২৬ নভেম্বর বক্স অফি❀সে ৫০ দিন পূর্ণ করবে বহুরূপী। আর সেদিনই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় দেখানো হবে বহুরূপীর পরিচালক জুটির ছবি আমার বস। সেটা নিয়েও দারুণ উচ্ছ্বসিত শিবপ্রসাদ মুখোপাধ্যায়।