আমরা একদিকে যত বেশি ♓করে ডিজিটাল মাধ্যমের দিকে ঝুঁকছি তত বেশি করে বাড়ছে ডিজিটাল অপরাধ! বা চলতি ভাষায় যাকে সাইবার ক্রাইম বলা হয়। এবার সেই সাইবার ক্রাইমের শিকার হল🅷েন নিজেকে প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ২০১৭ বলে দাবি করা মডেল শিবাঙ্কিতা দীক্ষিত। আর তার জেরে তিনি খোয়ালেন ৯৯ হাজার টাকা।
কী ঘটেছে?
বুধবার পুলিশের কাছে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে উত্তর প্রদেশের এই মডেল জানিয়েছেন তাঁকে ডিজিটালি অ্যার🔥েস্ট করে রেখেছিল সাইবার অপরাধীরা তাও ২ ঘণ্টার জন্য। এখন ভাবছেন এই ডিজিটাল অ্যারেস্ট আবার কী বস্তু? তাহলে জানাই ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে সাইবার ক্রাইমের একটি নতুন পদ্ধতি বা ধরন। এই কেসে অভিযুক্তরা নিজেদের ইডি, সিবিআই বা কাস্টম আধিকারিক বলে নিজেদের পরিচয় দিয়ে ভয় দেখায় যে আপনার নামে আন্তর্জাতিক পার্সেল এসেছে বা মাদক পাওয়া গিয়েছে আপনার নামের পার্সেলে, বা টাকা তছরুপের কেসে আপনার নাম জড়িয়েছে।
আরও পড়ুন : শীতের দুপুরে ব্যাডমিন্টনে মন কৌশিকীর!💟 'ছোটবেলার নস্টালজিয়া' উসকে যোগ দিলেন শান্তনু-ইমনও
এই ক্ষেত্রেও শিবাঙ্কিতা জানিয়েছেন মঙ্গলবার থেকে হোয়াটসঅ্যাপে একটি কপ পান যেখানে অভিযুক্তরা জানান তিনি নাকি মাদক এবং মানব পাচার কর💞ে বেআইনি পথꦜে রোজগার করছেন। আর সেই ব্যক্তিরা নিজেদের সিবিআই বলে পরিচয় দেন। একই সঙ্গে শিবাঙ্কিতাকে তাঁরা নির্দেশ দেন যাতে তিনি ৯৯ হাজার টাকা পাঠান এখনই তাঁদের। ওই টাকা পাঠালে তাঁকে আর গ্রেফতার করা হবে না।
এই ঘটনার🎃 পর শিবাঙ্কিতা বোঝেন যে তিনি সাইবার ক্রাইমের শিকার হয়েছে। সাইবার স্ক্যাম ঘটেছে তাঁর সঙ্গে🍷। পরিবারকে জানান গোটা বিষয়টা। তারপরই তিনি গিয়ে FIR দায়ের করেছেন। আপাতত কেসটি তদন্ত করছে।
আরও পড়ুন : কয়লাখনিতে 'কিশোরী' ইধিকার সঙ্গে রোম্যান্স দেবের! অন্তরা-রথিজিতের গান শীতেই আনল বসন্তের𝐆 আমেজ