‘আমার থেকেও ছোট বাড়িতে থাকেন মমতা (বন্দ্যোপাধ্যায়)’ - হতবাক হয়ে গেলেন বলিউডের সুপারস্টার সলমন খান। পেলেন ‘জীবনের শিক্ষা’-ও। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে সলমন জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এতಌ ছোট বাড়িতে থাকেন, তা কোনওদিন কল্পনাও করতে পারেননি। তিনি ভেবেছিলেন যে তাঁর বাড়ি অনেক ছোট। কিন্তু কালীঘাটে মমতার বাড়ি থেকে তাঁর সেই ধারণা ভেঙে গিয়েছে। আর সেটা যে তাঁকে জীবনের কত বড় শিক্ষা দিয়ে গিয়েছে, তা বলতেও কোনওরকম দ্বিধাবোধ করেননি ‘টাইগার’। তিনি বলেন, ‘এটা থেকেই প্রমাণিত হচ্ছে যে মানুষ কতটা সাধারণভাবে থাকতে পারেনℱ। আমাদের বেশি কিছু চাই না।’ যে প্রশংসা শুনে কিছুটা লাজুকভাবে হাসতে থাকেন মমতা।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ💧্চ থেকে সেই মন্তব্য করলেও মাসসাতেক আগেই কালীঘাটে🎶 মমতার বাড়িতে গিয়েছিলেন সলমন। গত ১৩ মে তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন মমতা। আর সেই অভিজ্ঞতা নিয়ে মঙ্গলবার সলমন বলেন, ‘যখন আমায় দিদি তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন আমার মনে একটাই বিষয় ছিল যে সত্যিই তাঁর এতটা ছোট কিনা। আমার বাড়ির থেকে ছোট কিনা।’
আরও পড়ুন: ‘বাংলা সিনেমার ভাষা রাষ্ট্র–ধর্ম–জাতির ঊর্ধ্বে উঠে মানুষকে স্পর্শ ক𓆉রে’, দাবি মমতার
সলমনের সেই কথা শুনে হাসতে থাকেন মমতা। হো-হো করে হেসে ওঠেন দর্শকরাও। তারইমধ্যে অনিল কাপুরের বাড়ি কতটা বড়, সেটা বলতে থাকেন সলমন। তারপর ফের মমতার বাড়ির প্রসঙ্গে ফিরে সলমন বলেন, ‘আমার সত্যিই হিংসা হচ্ছে, কারণ সত্যিই আমার থেকেও ওঁনার বাড়ি ছোট।’ তারপর নিজের বাড়ির ব্যাখ্যা করতে গিয়ে সলমন জানান, তাঁর একটা কামরা আছে। একটা ছোট রান্নাঘর রয়েছে। আছে বেডরুম। এমনকী শত্রুঘ্ন সিনহা নাকি তাঁর বাড়িতে গ💦িয়ে বসার জায়গা পাচ্ছিলেন বলে দাবি করেন সলমন।
বলিউড সুপারস্টার সলমন বলেন, ‘ওঁনার (মমতা) বাড়ি আদতে আমার থেকেও ছোট, সেটা দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। যে মানুষ এরকম পদে আছেন, তাঁর বাড়ি কীভাবে আমার থেকে ছোট থেকে হতে পারে? এখন আমি আরও ছোট বাড়িতে থাকার কামনা করব না। তবে উনি আমায় বেশ চাপের মধ্যে ফেলে দিয়েছেন। এটা থেকেই প্রমাণিত হচ্ছে যে মানুষ কতটা সাধারণভাবে থাকতে পারেন। আমাদের বেশি কিছু চাই না।’ আর সলমনের মুখে সেই প্রশস্তি শুনে লাজুক💜 মুখ🥀ে হাসতে থাকেন মমতা।