তাঁর মায়াবী কন্ঠে বুঁদ আট থেকে আশি। কিন্তু টলিপাড়ার এই গায়কের প্রেমজীবনও তাঁর গানের মতোই রঙিন। প্রেমে পড়তে বড্ড ভালোবাসেন শোভন গঙ্গোপাধ্যায়। তবে সেই প্রেম থিতু হয় না। গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে বয়সে ছোট শোভনের প্রেম একটা সময় ছিল টলিগঞ্জের আলোচনার বিষয়বস্তু। এরপর অভিনেত্রী স্বস্তিকা দত্তকে ডেট করেছেন শোভন। আরও পড়ুন-‘তিনবার প্রেমিকা বদল’, প্রশ্নের মুখে সোহিনীর ছ' বছরের ছোট বয়ফ্রেন্ড! জবাব শোভন🐈ের
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই প্রেম কাহিনিতেও ইতি! আপতত সোহিনীতে মন মজেছে শোভনের। বারবার প্রেমিক বদল নিয়ে এবার নেটপাড়ার কুৎসিত আক্রমণের মুখে শোভন গঙ্গোপাধ্যায়। কাঞ্চন-শ্রাবন্তীর সঙ্গে তুলনা চলল সারেগামাপা খ্যাত 💟গায়কের🌺। কড়া জবাবও দিলেন শোভন।
দু-দিন আগেই ছিল শোভনের জন্মদিন। এই বিশেষ দিনে ভক্তদের রিটার্ন গিফট দিয়েছেন গায়ক। তাঁর নꦍতুন গান ‘একে একে দুই’। সেই গানের ভিডিয়োয় আলো-আঁধারিতে নারীর ছায়া মূর্তিকে দেখা যাচ্ছে। নেটপাড়ার বিশ্বাস ওই সুন্দরী আর কেউ নন, সোহিনী সরকার। সেই গানেরই আনপ্লাগড ভার্সন শুকবার প্রকৃতির কোলে বসে গাইলেন শোভন। তাঁর বার্তা, ‘এই গান একটা বিশেষ ব্যক্তির জন্য বানানো, যিনি এই মূহূর্তে ক্যামেরার ওপ্রান্তে রয়েছেন। তাঁর আবদারেই সবাইকে গানটা শোনানো….’। বুঝতে অসুবিধা হওয়ার নয় এই বিশেষ ব্যক্তি সোহিনী সরকার। শোভনের গানের কথা জুড়ে শুধুই প্রেম। সেখানে রয়েছে, প্রেমের আলাপ জমানোর কথা, সহজেই ভালোবাসার কথা।
এই ভিডিয়োর কমেন্ট বক্সেই এক নেটিজেন বিদ্রুপ করে লেখেন, ‘সব ঠিক আছে কিন্তু তুমি তো দেখছি শ্রাবন্তী, কাঞ্চন এদেরকেও ছা๊ড়িয়ে যাবে ভাই। তব🌃ে একটা ফারাক আছে তোমার মধ্যে ওরা বিয়ে করে ছাড়ে আর তুমি বিয়ে না করেই’। এই কমেন্টের জবাবে শোভন পালটা লেখেন, ‘তাই তো ছড়িয়ে ফেলছি না,ছাড়িয়ে যাচ্ছি’।
এর আগে বারবার প্রেম ভাঙা প্রসঙ্গে এই সময়কে দেওয়া সাক্ষাৎকা🍷রে শোভন বলেছিলেন, ‘যে সম্পর্ক শুরু করেছি সেটা আজীবন টিকিয়ে রাখব বলেই শুরু করেছি। তবে পরিস্থিতি এমন হয়েছে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে। এই ব্যা🍃পারে পরিবারের মানুষকে বোঝানো ছাড়া আর কারুর কাছে জবাবদিহি করার কোনও প্রশ্ন উঠছে না। আমার অতীত সম্পর্কে একমাত্র জানার অধিকার রয়েছে যার সঙ্গে আমার নতুন সম্পর্ক শুরু হচ্ছে’।
যিশু সেনগুপ্তের এক অনুষ্ঠানের সূত্রেই কাছাকাꦡছি আসেন শোভন-ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসোহিনী। তখন রণজয়ের সঙ্গে ব্রেকআপের পর সোহিনীর মন জুড়ে ক্ষত, তাতে প্রলেপ লাগান শোভন। আকারে-ইঙ্গিতে প্রেমে সিলমোহর দিয়েছিলেন আগেই, এখন তো খুল্লমখুল্লা বলেই দিয়েছেন- ‘আমি আর শোভন ভালো আছি’।