তাঁর কন্ঠের জাদুতে বুঁদ হাজারো তরুণী। শিল্পী শোভনের জীবনে প্রেম এসেছে বারবার। তবে সেই প্রেম টেকেনি। গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে বয়সে ছোট শোভনের প্রেম একটা সময় ছিল টলিগঞ্জের আলোচনার বিষয়বস্তু। প্রেম ভাঙার পরেও কমচর্চা হয়নি। এখন শোভন-ইমন বন্ধু। আরও পড়ুন-‘মা ফোন করে জানতে চাইছে…’, বয়সে ছোট শোভনের গলাতেই মাল⭕া দেবেন সোহিনী?
বদল এসেছে সম্পর্কের সমীকরণে। ইমনের সঙ্গে ব্রেক-আপের পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শোভন, তবে সেই রোম্যান্সেও দুজনে দাঁড়ি টানেন অল্পদিনেই। আপত💙ত চর্চার কেন্দ্র শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকারের বাগদানের খবর। প্রেমের মাসে নাকি বিদেশে আংটি বদল সেরে ফেলেছেন দুজনে, এমন গুঞ্জন উড়ছে টলিপাড়ায়। সেই✅ নিয়ে সোহিনী মুখ খুলেছেন আগেই। এবার জবাব দিলেন শোভন।
‘ছ বছরের ছোট’ শোভনের সঙ্গে সোহিনীর এনগেজমেন্টের খবর নিয়ে অন্য সময়কে দেওয়া সাক্ষাৎকারে 🌳শোভন বলেন,সোশ্য়াল মিডিয়ার আলোচনায় তিনি কান দেন না। পাশাপাশি এ কথা সত্য়ি নয়। শোভনের জবাব, ‘আমি 🎐বিরক্ত হইনি এমনটা নয়, তবে ইন্টারেসটেড নই’।
'তিনবার প্রেমিকা বদল'-এর অভিযোগ গায়কের নামে। সেই নিয়ে নেতিবাচকতাকে পাত্তা দিতে না-রাজ শোভন। বললেন, ‘যে সম্পর্ক শুরু করেছি সেটা আজীবন টিকিয়ে রাখব বল🐻েই শুরু করেছি। তবে পরিস্থিতি এমন হয়েছে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে। এই ব্যাপারে পরিবারের মানুষকে বোঝানো ছাড়া আর কারুর কাছে জবাবদিহি করার কোনও প্রশ্ন উঠছে না। আমার অতীত সম্পর্কে একমাত্র জানার অধিকার রয়েছে যার সঙ্গে আমার নতুন সম্পর্ক শুরু হচ্ছে’।&nඣbsp;
জানা যায়, অভিনেতা যিশু সেনগুপ্তের এক অনুষ্ঠানের সূত্রেই কাছাকাছি আসেন শোভন-সোহিনী। সেই নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন শജোভনের প্রাক্তন ইমন। সোহিনীর সঙ্গে কোথায় মিল শোভনের? গায়ক জানিয়েছেন, রবীন্দ্রনাথ দুজনের মিলের জায়গা আর অবশ্যই বই। দুজনেই পড়তে ভালোবাসেন। সোহিনীর সঙ্গে সম্পর্কের ভবিষ্যতের ব্যাপারে বলতে গিয়ে খানিক দার্শনিক ভাবনা নিয়েই শোভন বলেন, ‘কাল সকালে যখন কেউ বেঁচে থাকবে কিনা সেটাই নিশ্চিত নয়, সেখানে প্রেম বা সম্পর্কে কী হবে সেটার মূল্যায়ন করাও সম্ভব নয়। যদি জানানোর মতো সময় আসে নিশ্চয় জানাব। সোহিনীও তাঁর মতো করে জানাবে বলে আমার বিশ্বাস’। যদিও সোহিনীর সঙ্গে তাঁর এনগেজমেন্টের খবর ভুয়ো এবং মিথ্ไযা বলেই জানান শোভন গঙ্গোপাধ্যায়।
চলতি বছর ভ্যালেন্টাইনস ডে-টা সুইডেনে কেটেছে শোভন-সোহিনীর। সেইসময় শোভনের অনামিকায় দেখা গিয়েছে ‘এনগেজমেন্ট রিং’। যদিও গায়কের দাবি এটি তাঁর নিজস্ব সম্পত্তি। অন্যদিকে সোহিনী জানিয়েছেন, 'আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভাল কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু, ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে আমা🔜দের জন্য। আমরা শুধু বাস্তবায়ন করি।’