গত বছর ‘স্ত্রী ২’ বক্স অফিসে ঝড় তোলার পর থেকেই অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পরবর্তী ছবির ঘোষণার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা। তারপরই জানা যায় ‘স্ত্রী ৩’-এ তিনি অভিনয় করবেন। তাছাড়াও গুঞ্জন ঋত্বিক রোশনের সঙ্গে ‘কৃষ ৪’ এবং রণবীর কাপুরের সঙ্গে ‘ধুম ৪’ এবং বহুল আলোচিত ছবি ‘নাগিন’-এ 𝐆নাকি তাঁকে দেখা যেতে পারে। তবে তাঁর কাজ নিয়ে আলোচনার মাঝেই ব্যক্তিগত জীবনের বড় রহস্য ফাঁস করলেন শ্রদ্ধা। নিশ্চয়ই ভাবছেন কী? আসলে নায়িকাকে রাহুল মোদীকে জড়িয়ে ধরতে দ♏েখা গিয়েছে।
বি-টাউনে কান পাতলেই শোনা যায় শ্রদ্ধা ও রাহুলের প্রেমের গুঞ্জন। আর মাঝে মাঝেই এই গুঞ্জন উস্কে দেয় অভিনেত্রী নানা কান্ড কারখানা। কখনও শ্রদ্ধার ফোনেরꦏ ওয়ালপেপারে রাহুলের ছবি দেখা যায়, তো কখন রাহুলকে ট্যাগ করে নানা পোস্ট করেন শ্রদ্ধা। তাছাড়াও বেশ কিছু জায়গায়൲ তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছিল। আর এবার সবার সামনেই রাহুককে জড়িয়ে ধরলেন নায়িকা। তাঁদের এই মিষ্টি মুহূর্তের ছবিও ক্যামেরা বন্দি হয়েছে। আর তাঁদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ঝড় উঠেছে।
ভিডিয়োটি নেটদুনিয়ায় আসতেই হয়েছে ভাইরাল। আর এর বড় কারণ হল শ্রদ্ধা কাপুর এবং রাহুল মোদীকে এর আগে কখনও ক্যামেরার সামনে এত ঘনিষ্ট হতে দেখা যায়নি। তবে তাঁদের এভাবে দেখে অনেক ভক্তই বেশ খুশি হয়েছেন। এই ভিডিয়োয় দেখা গিয়েছে শ্রদ্ধা এবং রাহুল একে অপরকে বিদায় জানানোর আগে জড়িয়ে ধরেন। গাড়ির থেকে নেমে তাঁদের একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। আর এই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছಞেন যে এবার খুব ত𓂃াড়াতাড়ি মনে হয় তাঁরা বিয়ে করতে চলেছেন।
আরও পড়ুন: 'যিশুদার মুখে পজিটিভই শুনেছি...,' চৈতন্য🐼 নিয়ে তুলনা, কী বলছেন 'লহ গৌরꦏাঙ্গের’ নায়ক দিব্যজ্যোতি?
শ্রদ্ধা এবং রাহুলের এই ভাইরাল ভিডিয়োটি দেখে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দুজনকে 'স্ত্রী ও পুরুষ' বলেছেন। অন্য একজন শ্রদ্ধার ২০০৩ সালের রোমান্টিক সিনেমা ‘আশিকী ২’-এর কথা উল্লেখ করে বলেছেন, ‘রাহুলের আর𒆙োহী’। কারণ ছবিতে শ্রদ্ধার চরিত্রের নাম ছিল আরোহী এবং তার সহ-অভিনেতা অদিত্য রায় কাপুরকে সেখানে ‘রাহুল’-এর চরিত্রে দেখা গিয়েছিল। আর একজন ভক্ত উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ের ঘণ্টা বাজতে চলেছে।’ অন্য একজন লেখেন, ‘ওঁরা হয়তো এ বছরের শেষের দিকে অথবা পরের বছরের শুরুর দিকে বিয়ে করবেন!’