‘দেশের মাটি’ ধারাবাহিক শেষ হয়ে গেলেও, দর্শকনের মনে এখনও ‘নোয়া’র জন্য আলাদা জায়গা রয়েছে। টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। একসময় কাটোয়া থেকে কলকাতায় এসেছিলেন একরাশ স্বপ্ন নিয়ে। ইন্ডাস্ট্রিতে কাজ করা𝔉র সময়, শুরু থেকেই বিভিন্ন রকম কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে।
কৃষ্ণবর্ণা লম্বা চুল আর মায়াবী মুখের মেয়েটি কꦕোনও দিনই ‘নায়িকা’ হতে চাননি, চেয়েছেন অভিনেত্রী হতে। গায়ের কালো রঙ নিয়ে বারবার🌞 ট্রোলের শিকার হয়েছেন। তবে দমে থাকার মেয়ে নন শ্রুতি। প্রথমে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন। এই ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাহিক ‘দেশের মাটি’র কাজ শুরু।
তবে ‘দেশের মাটি’ শেষ হতেই আপাতত কর্ম♚হীন অভিনেত্রী। নিজের ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। নতুন কাজ হাতে না পেয়ে কলকাতামুখো হবেন না, পণ করেছেন নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, আগে যাদের সঙ্গে যোগাযোগ ছিল, এখন ফোন করলে অনেকেই ফোন তুলে ঠিকঠাক উত্তর দেন না।
আরও পড়ুন: Superstar Singer: ছেলের গান শুনে ঝরঝরিয়ে কাঁদলেন মানির মা, কেঁদ♌ে ভাসাল অরুণিতা
অভিনেত্রী আরও বলেন, অনেকে বলেন, পরিচালক স্বর্ণেন্দু সমদ্দারের সঙ্গে কাজ করতে চান। শ্রুতিকে নিজের হ♛য়ে বলার জন্য অনুর꧃োধ করেন। এ দিকে স্বর্ণেন্দু সঙ্গে শ্রুতির সম্পর্ক বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়েছে।
শ্রু♐তির জানিয়েছেন, কোনও চরিত্রে বা সিরিয়ালে অভিনয় করতে গেলে প্রথমে চ্যানেলের অ𝐆নুমতি লাগে। তাঁর হয়ে কেউ বলারও নেই। যদিও চুপচাপ বসে থাকার মেয়ে নন তিনি। একাধিক ধারাবাহিক ও ওয়েব সিরিজের জন্য অডিশন দিয়েছেন। প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন।
অভিনেত্রী জানিয়েছেন, তিনি নাকি গিন্নি বান্নি। তাঁর জায়গায় নাকি অন্য অভি🌳নেত্রীকে কাজ করতে দেখছেন শ্রুতি। ১৪-১৫ বছর বয়সের মেয়েদের নায়িকা করা হচ্ছে। যদিও এসব দেখে হাল ছাড়তে নারাজ তিনি। শ্রুতির কথায়, তাঁর থেকে ঢের বড় অভিনেত্রীরা দিব্যি নায়িকা হচ্ছেন। তবে তিনি হতে পারবেন না কেন? এখন কাটোয়ার বাড়িতেই রয়েছেন শ্রুতি। কাজ পেলে তবেই কলকাতাꦍয় ফিরবেন। অভিনয়ে সুযোগ না পেলে নাচ আর অভিনয় শিখিয়ে চালিয়ে নেবেন বলে জানিয়েছেন নায়িকা।