গত ১৭ মার্চ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রয়াত পঞ্জাবি র্যাপ তারকা সিধু মুসেওয়ালার মা চরণ কৌর। ২০২২ সালের ২৯ মে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল পাঞ্জাবি গায়ক শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালাকে। তারপর থেকে ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়েই দিন কাটিয়েছেন সিধু মুসেওয়ালার বাবা-মা। সিধু গুলিবিদ্ধ হ﷽য়ে মারা যাওয়ার পর থেকে ফের সন্তান ধারণার কথা ভাবেন তিনি। শেষে সিধুর মৃত্যুর বছর দুয়েক পরে তাঁদের পরিবারে এল পুত্রসন্তান।
রবিবার নব জাতককে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন সিধুর বাবা বলকাউর সিং সিধু। সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন মুসেওয়ালা দম্পতি। সিধুর মায়ের বয়স ৫৮, বাবার বয়স প্রায় ৬০ বছর। কিন্তু এত আনন্দের মাঝেই হেনস্থার শিকার মুসেওয়ালার পরিবার! তেমনটাই দাবি করেছেন প্রয়াত গায়কের বাবা। ইন-ভিট্রো ফার্টিলাইজেশন অথবা IVF পদ্ধতিতে চিকিৎসা করিয়ে সম্প্রতি শিশুসন্তান প্রসব করেছেন ৫৮ বছর বয়সি চরণ। কিন্তু ৫৮ বছর বয়সে চরণের মা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। তাঁদের সদ্যোজাত সন্তানের জন্ম আদৌ আইনসম্মত কি না, সেই প্রশ্ন তুলছে পঞ্জাব সরকার। আরও পড়ুন: 🐠লাল শাড়ি, কপালে চওড়া সিঁদুর, ‘পুষ্পা ২’-এর সেটে কেমন লুক শ্রীবল্লী রশ্মিকার, দেখুন
আইভিএফের সাহায্যেই অন্তঃসত্ত্বা হন সিধুর মা। আর বয়সের কারণেই আইনগত ঝামেলায় জড়াল মুসেওয়ালার পরিবার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে সিধু মুসেওয়ালার বাবা বলকাউর জানিয়েছেন, ‘জেলা প্রশাসন আমাকে সন্তানের নথিপত্র নিয়ে হেনস্থা করছে। সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, সমস্ত চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পর যা কাগজ চাইবেন, সেই নিয়ে হাজির হব। সব আইনি কাগজপত♑্র দেখাব আমি’। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্জাব সরকারের তরফে এ নিয়ে কী জানানো হয়েছে, তা যদিও এখনও অস্পষ্ট।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী, IVF পরিষেবা বিবাহিত দম্পতি ও সিঙ্গল মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। কেন্দ্র জানিয়েছে, IVF পদ্ধতিতে মা হওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ৫০ বছর। ২০২১ সালের সহায়ক প্রজনন প্রযুক্তি (নিয়ন্ত্রণ) আইনের ২১ (জি) (আই) ধারায় মহিলাদের বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ৫০ বছর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। সে দিক থেকে দেখতে গেলে, মুসেওয়ালার বাবা-মা, দু’জনেই সেই বয়সের সীমা অতিক্রম করেছেন। কেন্দ্রীয় সরকারের এই নিয়ম বিধিকে লঙ্ঘন করে ৫৮ বছর বয়সে এসে কী ভাবে সন্তানধারণ করলেন প্রয়💃াত গায়কের মা, সেই নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, ২০২২-এ কংগ্রেসের টিকিটে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ে হেরে গিয়েছিলেন গায়ক সিধু মুসেওয়ালা। পঞ্জাব সরকার সিধু মুসেওয়ালার নিরাপত্তায় কাটছাঁট করার পরেরদিনই গায়কের পৈত্রিক গ্রাম মুসার কাছে গুলি করে হত্যা করা হয় তাঁকে। পরে ফেসবুক পোস্টে মুসেওয়ালা খুনের চক্রান্তে জড়িয়ে থাকার কথা স্বীকারও করে নিয়েছিল কানাডায় আশ্রয় নেওয়া গোল্ডি ব্রার। জানা যায় কুখ্যাত গ্য়াংস্টার লরেন্স💦 বিষ্ণোইও রয়েছে এর পিছনে।তবে ঠিক কী কারণ এই খুন, বা কে বা কার নির্দেশে এই কাজ করেন গোল্ডি বা লরেন্স, ত♈া জানা যায়নি।